এখন পড়ছেন
হোম > জাতীয় > যে কোন মুহূর্তে পড়ে যেতে পারে রাজ্য সরকার? ক্ষমতায় বিজেপি? হেভিওয়েট নেতার কথায় বড়সড় ইঙ্গিত

যে কোন মুহূর্তে পড়ে যেতে পারে রাজ্য সরকার? ক্ষমতায় বিজেপি? হেভিওয়েট নেতার কথায় বড়সড় ইঙ্গিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিরোধী মহাজোটের সাফল্য মহারাষ্ট্র থেকেই শুরু হয়েছিল। শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির ঐক্যবদ্ধ লড়াইয়ে এখানে পরাজিত হয়েছিল ভারতীয় জনতা পার্টি। ক্ষমতা দখল করেছিল এই তিন রাজনৈতিক দল। তবে তারপর নানা উত্থান পতন হতে দেখা গেছে। সাম্প্রতিককালে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে বিরোধী মহাজোট সাফল্য পাবে বলে ধরে নেওয়া হলেও, শেষ পর্যন্ত এখানে সাফল্য পেয়েছে এনডিএ শিবির।

তবে এবার মহারাষ্ট্র নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। যেখানে একদিন এই সরকার নিজে থেকেই পড়ে যাবে বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যের পর এখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এদিন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “মহারাষ্ট্রে আমরা ক্ষমতা পাওয়ার জন্য ব্যস্ত নই। কিন্তু একদিন এই সরকার নিজে থেকেই পড়ে যাবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার পড়ে গেলে রাজ্যের মানুষকে বিকল্পের সন্ধান দেবে বিজেপি। উদ্ধব ঠাকরের সরকার বেশিদিন টিকতে পারবে না। আমরা তখন বিকল্প সরকার দেব। কিন্তু এখন আমরা সরকার গড়ার ওপরে গুরুত্ব দিচ্ছি না।” বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ সাফল্য পাওয়ার পর যেভাবে মহারাষ্ট্র নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সেখানকার বিজেপি নেতা, তাতে নতুন করে জল্পনা তৈরি হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরকার ভাঙ্গার কথা সরাসরিভাবে না বললেও, তার এই মন্তব্য যে আগামীদিনে নতুন সমীকরণের সৃষ্টি করবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। বলা বাহুল্য, বিভিন্ন সময় বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেখানে বিজেপি সরকার নেই, সেখানে বিজেপির পক্ষ থেকে সরকার গঠনের জন্য নানা তৎপরতা অবলম্বন করা হয়েছে। এক্ষেত্রে বিধায়ক কেনাবেচার মত অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে।

আর এবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায় “সেখানকার সরকার টিকবে না” বলে শুনতে পাওয়ায় নতুন করে গুঞ্জন তৈরি হল রাজনৈতিক মহলে। এদিন বিহারের নির্বাচনী ফলাফল নিয়েও মন্তব্য করতে দেখা গেছে দেবেন্দ্র ফড়নবিশকে। তিনি বলেন, “সেখানকার মানুষ সরকারের পক্ষে ভোট দিয়েছেন। মানুষ মোদীজিকে বিশ্বাস করেন। তাই তারা এনডিএর পক্ষে ভোট দিয়েছেন।”

তিনি আরও জানান, “নীতীশ কুমারের ভাবমূর্তি আমাদের সাহায্য করেছে। খুশির খবর হল, আমাদের জোটই সেখানে সরকার গড়তে চলেছে।” এদিকে বিহারের নির্বাচনী ফলাফল আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও প্রভাবিত হবে বলেও দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মহারাষ্ট্র নিয়ে দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্য বাস্তব হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!