এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাষ্ট্রে সরকার এগোচ্ছে, শুরু হলো দফতর বন্টন , জেনে নিন? কে কে পেলেন দ্বায়িত্ব

মহারাষ্ট্রে সরকার এগোচ্ছে, শুরু হলো দফতর বন্টন , জেনে নিন? কে কে পেলেন দ্বায়িত্ব


দীর্ঘ টালবাহানার পর শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস মহারাষ্ট্রে সরকার গঠন করেছে। ২৮ নভেম্বর শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস থেকে দুজন করে মন্ত্রী শপথ নিলেও উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২ সপ্তাহ পরে গতকাল বৃহস্পতিবার মহারাষ্ট্রে জোট সঙ্গীদের মধ্য দফতর বন্টন করা হল।

জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতর শিবসেনা নিজেদের হাতেই রেখেছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্র, নগরোন্নয়ন, বন, পরিবেশ, জল সরবরাহ, জল সংরক্ষণ, পর্যটন, পাবলিক আন্ডার টেকিং এবং পরিষদীয় দফতর থাকছে শিবসেনা নেতা একনাথ শিন্ডের হাতে।শিল্প, উচ্চ ও প্রযুক্তি শিক্ষা, ক্রীড়া ও যুব কল্যাণ, পরিবহণ, হর্টিকালচার, বন্দর, মারাঠি ভাষা ও সংস্কৃতির দ্বায়িত্ব দেওয়া হচ্ছে শিবসেনা নেতা সুভাষ দেশাইকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে কর, শক্তি, মেডিকেল এডুকেশন, স্কুল এডুকেশন, অ্যানিম্যাল হাসব্যান্ড্রি অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট, ফিশারি দফতর থাকছে কংগ্রেস নেতা বালাসাহেব থোরাটের কাছে। কংগ্রেসেরই অন্য এক নেতা নীতীন রাউতের হাতে থাকছে পিডব্লুডি, ট্রাইবাল ওয়েলফেয়ার, ওম্যান অ্যান্ড চাইন্ড ওয়েলফেয়ার, টেক্সটাইল, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ওবিসি, স্পেশাল ক্লাস ওয়েলফেয়ার।

এনসিপির হাতেই মন্ত্রিত্বের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এনসিপির জয়ন্ত প্যাটেলের হাতে থাকছে অর্থ ও পরিকল্পনা, হাউসিং, জনস্বাস্থ্য, কোঅপারেশন, খাদ্য ও সরবরাহ, শ্রম। আর পাশাপাশি জগন ভুজবলের হাতে থাকছে, সেচ, গ্রামোন্নয়ন, সোশ্যাল জাস্টিস, স্কিল ডেভেলপমেন্ট, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

এখনো অনেক দফতর বন্টন করা হয়নি।জানা গেছে ২১ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হবে আর তার পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। আপাতত ততদিন বন্টন না হওয়া বাকি দফতরের দ্বায়িত্ব মুখমন্ত্রীর হাতে থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!