এখন পড়ছেন
হোম > জাতীয় > কি হবে মহারাষ্ট্রে? বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফলাফলের আগেই বড় ঘোষণা জোটসঙ্গী শিবসেনার

কি হবে মহারাষ্ট্রে? বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফলাফলের আগেই বড় ঘোষণা জোটসঙ্গী শিবসেনার


আজ মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে সেখানে কোন দল তাদের ক্ষমতা দখল করতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট হয়ে গেছে যে এই রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে গেরুয়া শিবির।

কিন্তু তবুও সেগুলোর উপর ভরসা না-রেখে সাধারণ মানুষ ইতিমধ্যেই টিভি চ্যানেল বা নিউজ পোর্টালের মাধ্যমে সব আপডেট নিজেদের হাতের মুঠোয় রাখতে শুরু করেছেন। আর নির্বাচনের ফলাফল নিয়ে যখন সমস্ত মহলেই তীব্র গুঞ্জন শুরু হয়েছে, ঠিক তখনই মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী শিবসেনা নেতার কথায় প্রবল জল্পনা ছড়িয়ে পড়ল।

বস্তুত, 288 আসন বিশিষ্ট এই মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির সঙ্গে জোট করে 124 টি আসনে লড়াই দিয়েছিল শিবসেনা। বুথ ফেরত সমীক্ষাগুলোর তরফে দাবি করা হয়েছিল, এই রাজ্যে শিবসেনার সাহায্য ছাড়াও একাই ক্ষমতা দখল করতে পারবে বিজেপি। কিন্তু এবার এই ব্যাপারে মুখ খুলতে দেখা গেল সেই মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন শিবসেনা নেতা দাবি করেন যে, তারা যে 124 টি আসনে লড়াই করছে, তার মধ্যে 100 টি আসনে তারা জয়লাভ করবেন। অর্থাৎ সঞ্জয়বাবু বুঝিয়ে দিতে চাইলেন তারা যদি বিজেপির সঙ্গে জোট নয় করেন তাহলেও তাদের শক্তিক্ষয় হবে না বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এদিন সঞ্জয় রাউত বলেন, “শিবসেনার সাহায্য ছাড়া বিজেপি সরকার করতে পারবে না। আমার মনে হয় শিবসেনা 100 টি আসনে জিতবে।”

কিন্তু বিভিন্ন মহলের তরফে যখন বলা হচ্ছে যে, বিজেপি একাই ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে। তখন শিবসেনা নেতার এই ধরনের মন্তব্য তাহলে কি ভোটের ফলাফলের পরে শিবসেনা- বিজেপির জোটে ফাটল ধরাবে! এদিন এই প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, “ফল প্রকাশের পরেও আমাদের জোট অটুট থাকবে।”

সব মিলিয়ে এখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি- শিবসেনা জোটের মধ্যে কোন দল সব থেকে বেশি আসন পায় এবং শিবসেনা নেতার কথা অনুযায়ী শিবসেনা 100 টি আসন দখল করে কিনা, সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!