এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাষ্ট্র রাজনীতিতে নতুন নাটক! শিবসেনার সরকার গঠনের স্বপ্নে জল ঢেলে এবার “পাওয়ার” গেম শুরু!

মহারাষ্ট্র রাজনীতিতে নতুন নাটক! শিবসেনার সরকার গঠনের স্বপ্নে জল ঢেলে এবার “পাওয়ার” গেম শুরু!


 

ফল প্রকাশের পর থেকেই নাটক চলছে মহারাষ্ট্রে। কে সরকার গঠন করবে, তা নিয়ে সমাধানসূত্র এখনও বেরোয়নি। বিজেপিকে ফিফটি-ফিফটির ফর্মুলা দিয়ে চাপে ফেলেছে শিবসেনা। আর এই পরিস্থিতিতে কট্টর হিন্দুত্বের রাজনীতি করা শিবসেনাকে সমর্থন করা হবে কিনা, এই নিয়ে বৈঠক করল কংগ্রেস।

সূত্রের খবর, মহারাষ্ট্রের যে সমস্ত কংগ্রেস বিধায়ক রাজস্থানের জয়পুরে হোটেলবন্দী ছিলেন, এদিন তাদের দিল্লিতে ডেকে আনা হয়েছিল। আর তারপরই সকালে কোর কমিটি এবং বিকেলে ওয়ার্কিং কমিটির বৈঠক করল কংগ্রেস। অন্যদিকে শিবসেনা এবং এনসিপির বৈঠক অনুষ্ঠিত হল মুম্বইয়ে। আর ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিবসেনার উদ্ধব ঠাকরে কংগ্রেসের সমর্থন চেয়ে ইতিমধ্যেই সোনিয়া গান্ধীকে ফোন করেছেন বলে খবর।

জানা গেছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উদ্ধব ঠাকরেকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ঠিকই। কিন্তু কোনো লিখিত সমর্থন জানাননি। যা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। একদিকে বিজেপিকে ধন্দে রেখে শিবসেনাকে সমর্থন করার কথা জানাচ্ছেন, আবার অন্যদিকে নিজের হাতেই সরকার গড়ার চাবিকাঠি রেখে সকল দলকে বার্তা দিতে চাইছেন। কিন্তু ধীরে ধীরে তো সময় কমে আসছে! অবিলম্বে তো সরকার গঠন করতে হবে! তা না হলে তো রাষ্ট্রপতি শাসন জারি হবে মহারাষ্ট্রে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন কংগ্রেসের কাছ থেকে সমর্থনের কথা জানার পরই শিবসেনার পক্ষ থেকে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানানো হয়। যেখানে শিবসেনা 48 ঘণ্টা সময় চাওয়ায় রাজ্যপাল তা সম্পূর্ণরূপে খারিজ করে দেন। আর এরপরই তৈরি হয় জটিলতা। জানা গেছে, এদিন শিবসেনার সঙ্গে দেখা করার পর মহারাষ্ট্রের তৃতীয় বৃহত্তম দল হিসেবে এনসিপিকে সরকার গড়ার জন্য ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।

কিন্তু সময় কম থাকায় এখন কোনো দল সরকার গঠন করবে, নাকি মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হবে! তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। আর এই দোলাচলের মাঝে শিবসেনাকে সমর্থন করা নিয়ে কংগ্রেসের দুটি অংশ বিভক্ত হলেও কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেন, “শিবসেনা কংগ্রেসের শর্ত মেনে নিয়েছে। বিজেপিকে আটকে দেওয়া যাবে, প্রাথমিকভাবে এটাই সবচেয়ে বড় কথা। তাই বাইরে থেকে সমর্থন করলে রাজনৈতিক অবস্থানের ভাবমূর্তিতে কোনো কুপ্রভাব পড়বে না।”

আর এই সমস্ত কিছু দেখে এখন রাজনৈতিক মহল বলছেন, যদি বিজেপিকে চাপে রাখতেই হয়, তাহলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করে নেওয়া দরকার শিবসেনার। কিন্তু যেভাবে তারা সময় নষ্ট করছে তাতে শেষ পর্যন্ত আম এবং ছালা দুটোই নষ্ট হবে বলে দাবি বিশেষজ্ঞদের। এখন শেষে কোন দিকে জল গড়ায়, তার দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!