এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাষ্ট্র বিধানসভার ফল বের হতেই দড়ি টানাটানি শুরু শিবসেনা-বিজেপির

মহারাষ্ট্র বিধানসভার ফল বের হতেই দড়ি টানাটানি শুরু শিবসেনা-বিজেপির


 

প্রায় অনেক সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল, এবারে মহারাষ্ট্রে সরকার গঠন করবে বিজেপি। তবে সেখানে বিজেপি এবং শিবসেনা জোট থাকায়, কে বেশি আসন পাবে এবং কোন দল তাদের প্রভাব বেশি দেখাতে পারবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনার সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলের অন্দরমহলে।

তবে ভোটের ফলাফলের পর দেখা গেছে, গতবারের থেকে অনেকটাই খারাপ ফলাফল হয়েছে বিজেপির। গতবার তারা 122 টি আসন নিজেদের দখলে রাখলেও এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলেছিল। কিন্তু তা তো হয়ইনি, উল্টে খুব বেশি হলে বিজেপির দখলে যেতে পারে 102 থেকে 103 টি আসন বলে দাবি করছে রাজনৈতিক মহল।

পাশাপাশি বিজেপির ফল এখানে খারাপ হলেও তাদের জোটসঙ্গী শিবসেনা গতবারের মতই নিজেদের আসন ধরে রেখেছে। ফলে সেদিক থেকে বিজেপি- শিবসেনা জোট যে এই রাজ্য সরকার গঠন করতে চলেছে, সেই ব্যাপারে সকলে নিশ্চিত হলেও এবার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তীব্র দড়ি টানাটানি শুরু হল এই দুই রাজনৈতিক দলের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটের ফল প্রকাশের পর থেকেই একে অপরকে উদ্দেশ্য করে ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি প্রত্যক্ষ করল বিজেপি- শিবসেনা দুই জোটের নেতাকর্মীদের পাশাপাশি সেই রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ইতিমধ্যেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে, তারা মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে তাদের দাবি ছাড়বেন না।

পাশাপাশি 50-50 ফর্মুলার কথাও বলেছেন তিনি। তবে শিবসেনার পক্ষ থেকে যখন বিজেপির কাছে এই ধরনের কৌশলী বার্তা আসছে, ঠিক তখনই পাল্টা এই ব্যাপারে শিবসেনাকে চাপে রাখতে কৌশলী মন্তব্য করতে দেখা গেল মহারাষ্ট্রের বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে।এদিন তিনি বলেন, “আমাদের সঙ্গে 15 জন নির্দল প্রার্থী যোগাযোগ রাখছেন। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে।”

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যখন শিবসেনার তরফে এই রাজ্যে সরকার গড়া নিয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য একাধিক প্রস্তাব এবং শর্ত দিয়ে বিজেপিকে বাধা হচ্ছে, ঠিক তখনই শিবসেনার প্রতি পাল্টা চাপ সৃষ্টি করতে তাদের সঙ্গে 15 জন নির্দল প্রার্থী রয়েছেন বলে কৌশলী মন্তব্য করলেন বিজেপির মুখ্যমন্ত্রী। যা দুই দলের মধ্যে ক্ষমতা দখল নিয়ে দড়ি টানাটানিকেই প্রকট করছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!