এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীত্ত্ব যাওয়ার পর বিজেপির বিরুদ্ধে কি বিস্ফোরণ ঘটালেন মেহেবুবা মুফতি?

মুখ্যমন্ত্রীত্ত্ব যাওয়ার পর বিজেপির বিরুদ্ধে কি বিস্ফোরণ ঘটালেন মেহেবুবা মুফতি?


জম্মু কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একহাত দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। রাজ্যের সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী এদিন জানালেন বিজেপি সাথে জোট গঠন করার পিছনে নির্দিষ্ট কতগুলি উদ্দেশ্য ছিলো। যা ছিলো দীর্ঘ মেয়াদী এবং অবশ্যম্ভাবীভাবে এই জোট গঠনের একটি ইতিবাচক ভূমিকাও ছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বহু দিনের নিরলস চেষ্টার পরে এই জোট গঠিত হয়। তাহলে ঠিক কোণ বিষয়ে মতান্তর হলো পিডিপি এবং গেরুয়া শিবিরের মধ্যে ? এদিন মেহবুবা মুফতি তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে দেশবাসী তথা রাজনৈতিক মহলের যাবতীয় কৌতুহলের নিরসন করলেন। তিনি বললেন দুই দলের মধ্যে মতান্তরের সূত্রপাত সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ-কে কেন্দ্র করে। কাশ্মীরের অশান্ত পরিবেশে যেখানে পেশি শক্তি দেখিয়ে সুফল পাওয়া যাবেনা সেখানে পিডিপি সবসময়েই মানবিকতার পথে হেঁটে শান্তির পরিবেশ রক্ষার চেষ্টায় থাকার পক্ষপাতী বলে দলের নেত্রী জানালেন। পিডিপি নেত্রী আরও জানালেন গেরুয়া শিবিরের কাজকর্মে তিনি আদৌ বিস্মিত হননি। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে এদিন তিনি গেরুয়া শিবিরের ব্যর্থতার কথা একাধিকবার জাহির করলেন ।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাঁর মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে আলোচনার কোনো পথই তৈরী করার পক্ষপাতী নন। তিনি জানালেন তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্য সরকার ১১ হাজার যুবকের ওপর থেকে শুধু মাত্র কাশ্মীরের শান্তির কথা ভেবে মামলা প্রত্যাহার করে নেয়। মেহবুবা মুফতি এদিন স্পষ্টতই জানলেন ৩৭০ নং অনুচ্ছেদের প্রসঙ্গে তিনি এবং পিডিপি দল কখনই নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসবেন না। একই সাথে তিনি কোনোভাবেই কোনো রাজনৈতিক সম্ভবনার কথা ভাবছেন না সেকথাও জানালেন। প্রসঙ্গত এই কারণেই তিনি রাজ্যের রাজ্যপালকে নিজের ইস্তফাপত্র পেশ করেছেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!