মহেশতলা উপনির্বাচন – চূড়ান্ত চমক দিয়ে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট বিশেষ খবর রাজ্য May 2, 2018 তৃণমূল কংগ্রেস বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে শূন্য হওয়া মহেশতলা বিধানসভায় উপনির্বাচন আসন্ন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আর তার প্রায় সাথে সাথেই প্রার্থী ঘোষণা করে দেয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রথমে জল্পনা ছিল এই আসনে প্রার্থী হতে পারেন কস্তুরীদেবীর কন্যা তথা মেয়রপত্নী রত্না চট্টোপাধ্যায়। পরে সেই জল্পনার তালিকায় নাম করে নেয় মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদের কাউকেই প্রার্থী না করে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয় মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা প্রয়াত কস্তুরীদেবীর স্বামী দুলাল দাসকে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে আর আজ বিরোধীদের তরফে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দিল। ২০১৬ বিধানসভা নির্বাচনে এখানে প্রার্থী হয়েছিলেন দাপুটে বামফ্রন্ট নেতা শমীক লাহিড়ী। এবারের উপনির্বাচনেও রাজনৈতিক মহলের ধারণা ছিল শমীকবাবুই আবার টিকিট পেতে চলেছেন। কিন্তু বামফ্রন্টের তরফে চূড়ান্ত চমক দিয়ে নতুন প্রজন্মকে তুলে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেল মহেশতলা উপনির্বাচন থেকেই। বামেদের তরফে প্রার্থী ঘোষণা করা হল একেবারে আনকোরা প্রভাত চৌধুরীকে। এমনিতেই রাজ্যের শাসকদলকে কোনঠাসা করতে প্রদেশ কংগ্রেস চায় এই উপনির্বাচন থেকেই আবার বামফ্রন্টের সঙ্গে হাতে হাত ধরে পথ চলা শুরু করতে, সেই হিসাবে তারা প্রার্থী না দিয়ে বাম প্রার্থীকেই সমর্থন করতে চায়। এই অবস্থায় নতুন মুখকে সামনে এনে রাজ্য-রাজনীতির সমীকরণ কোন পথে ঘোরাতে চলেছে বামফ্রন্ট সেদিকেই আগ্রহভরে তাকিয়ে রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -