এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পিবি এক্সক্লুসিভ – মহেশতলা উপনির্বাচনের প্রাথমিক ওপিনিয়ন পোল

পিবি এক্সক্লুসিভ – মহেশতলা উপনির্বাচনের প্রাথমিক ওপিনিয়ন পোল


তৃণমূল কংগ্রেস বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে মহেশতলায় হতে চলেছে উপনির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রয়াত কস্তুরী দাসের স্বামী ও মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে, অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী করেছে সিপিএমের আনকোরা প্রভাত চৌধুরীকে। কংগ্রেস বা বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। সূত্রের খবর, কংগ্রেস এই আসনে কোনো প্রার্থী না দিয়ে বামফ্রন্টকে সমর্থন করতে চলেছে, অন্যদিকে বিজেপি প্রার্থী করতে চলেছে দলের এক হেভিওয়েট মুখকে। এই পরিস্থিতিতে, প্রিয়বন্ধু বাংলার তরফ থেকে একেবারে একটি প্রাথমিক সমীক্ষা করা হল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয়, শুধুমাত্র মহেশতলার জনমত কি ভাবছে তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। আমরা এই সমীক্ষায় ধরে নিয়েছি, বামফ্রন্ট ও কংগ্রেসের অলিখিত জোট হতে চলেছে এবং সেই হিসাবেই আমরা সমীক্ষার প্রশ্নমালা সাজিয়েছিলাম। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, রাজনৈতিক সমীকরণ তত বদলে যেতে পারে, সেই হিসাবে আমরা পর্যায়ক্রমে জনমতের কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা তুলে ধরার চেষ্টা করব।

আমাদের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, মহেশতলা নির্বাচনে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত ভোট শতাংশ হতে পারে –
তৃণমূল কংগ্রেস – ৪৩%
বিজেপি – ৩০.০০%
বামফ্রন্ট ও কংগ্রেসের জোট – ২৪%
অন্যান্য – ২.০০%
নোটা – ১.০০%

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১৫,০০০ – ২০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!