কে হতে চলেছেন মহেশতলা উপনির্বাচনে বিজেপির সাম্ভাব্য প্রার্থী? কবে হতে পারে ঘোষণা? বিশেষ খবর রাজ্য May 4, 2018 তৃণমূল কংগ্রেস বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে মহেশতলায় হতে চলেছে উপনির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রয়াত কস্তুরী দাসের স্বামী ও মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে, অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী করেছে সিপিএমের আনকোরা প্রভাত চৌধুরীকে। কংগ্রেস বা বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। সূত্রের খবর, কংগ্রেস এই আসনে কোনো প্রার্থী না দিয়ে বামফ্রন্টকে সমর্থন করতে চলেছে, অন্যদিকে বিজেপি প্রার্থী করতে চলেছে দলের এক হেভিওয়েট মুখকে। সূত্রের খবর, বিজেপি-র দেয় সম্ভাব্য ‘হেভিওয়েট’ প্রার্থী হতে চলেছেন রাজকমল পাঠক। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এমনকি আজকেই তাঁর নাম ঘোষণা করাও হতে পারে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে। প্রসঙ্গত জানা গেছে যে রাজ্য বিজেপির তরফ থেকে রাজকমল পাঠক, কার্তিক ঘোষ সহ মোট তিনজনের নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল আর সর্বসম্মতিক্রমে রাজকমল পাঠক-কেই সিলমোহর দিতে চলেছে দিল্লি। এই নিয়ে দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন যে রাজ্য কমিটি তিনটি নাম চূড়ান্ত করে দিল্লিতে সেই তালিকা পাঠিয়েছে। কাকে প্রার্থী করা হবে সেটা কেন্দ্রীয় নেতৃত্বে ঠিক করবে। তবে খুব শিগগিরই প্রার্থীর নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব। আপনার মতামত জানান -