এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মহেশতলা উপনির্বাচনের ফলাফল – লাইভ আপডেট – তৃতীয় রাউন্ডের গণনার শেষে

মহেশতলা উপনির্বাচনের ফলাফল – লাইভ আপডেট – তৃতীয় রাউন্ডের গণনার শেষে

শাসকদল তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক কস্তুরী দাসের অকালপ্রয়ানে কলকাতা উপকন্ঠে মহেশতলা বিধানসভায় গত ২৮ মে হয়ে গেল উপনির্বাচনের ভোটগ্রহণ। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা – তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রয়াত কস্তুরী দাসের স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস, বিজেপির প্রার্থী প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ ও কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী নবীন মুখ প্রভাত চৌধুরী। আজ সেই উপনির্বাচনের গণনা ও ফলঘোষনা। ভোটগণনা শুরু হয়েছে সকাল ৮:০০ টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট গণনার পর হবে মোট ২০ রাউন্ডের গণনা। প্রতিমুহূর্তের সব আপডেট পেতে চোখ রাখুন প্রিয় বন্ধু বাংলার পেজে।

তৃতীয় রাউন্ডের গণনার শেষে –
তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী প্রভাত চৌধুরীর থেকে ১৪,৩৯৭ ভোটে এগিয়ে, তৃতীয়স্থানে বিজেপির সুজিত ঘোষ
তৃণমূল কংগ্রেস – ১৮,৪৭০
বামফ্রন্ট – ৪,০৭৩
বিজেপি – ৩,৫৯০

দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে –
তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী প্রভাত চৌধুরীর থেকে ১২,২৮৯ ভোটে এগিয়ে, তৃতীয়স্থানে বিজেপির সুজিত ঘোষ
তৃণমূল কংগ্রেস – ১৪,৬৭৯
বামফ্রন্ট – ২,৩৯০
বিজেপি – ১,৩১২

প্রথম রাউন্ডের গণনার শেষে –
তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী প্রভাত চৌধুরীর থেকে ৭,৪৯৩ ভোটে এগিয়ে, তৃতীয়স্থানে বিজেপির সুজিত ঘোষ
তৃণমূল কংগ্রেস – ৮,৫৬৭
বামফ্রন্ট – ১,০৭৪
বিজেপি – ২৬৮

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!