এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মহেশতলা উপনির্বাচনের ফলাফল – লাইভ আপডেট – সকাল ৭:৩০ টা

মহেশতলা উপনির্বাচনের ফলাফল – লাইভ আপডেট – সকাল ৭:৩০ টা


শাসকদল তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক কস্তুরী দাসের অকালপ্রয়ানে কলকাতা উপকন্ঠে মহেশতলা বিধানসভায় গত ২৮ মে হয়ে গেল উপনির্বাচনের ভোটগ্রহণ। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা – তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রয়াত কস্তুরী দাসের স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস, বিজেপির প্রার্থী প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ ও কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী নবীন মুখ প্রভাত চৌধুরী। আজ সেই উপনির্বাচনের গণনা ও ফলঘোষনা। ভোটগণনা শুরু হবে সকাল ৮:০০ টা থেকে। প্রতিমুহূর্তের সব আপডেট পেতে চোখ রাখুন প্রিয় বন্ধু বাংলার পেজে।

গণনা শুরুর আগে একনজরে মহেশতলায় বিগত নির্বাচনগুলির ফলাফল এবং প্রিয়বন্ধু বাংলার করা এক্সক্লুসিভ ওপিনিয়ন ও এক্সিট পোলের বিবরণ।

প্রিয়বন্ধু বাংলার করা এক্সিট পোল –
১. তৃণমূল কংগ্রেস – ৪৫%
২. বিজেপি – ৩৪%
৩. বামফ্রন্ট – ১৯%
৪. নোটা – ২%

অর্থাৎ আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুজিত ঘোষকে ২০,০০০ – ২৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারেন।

প্রিয়বন্ধু বাংলার করা প্রাথমিক ওপিনিয়ন পোল –
তৃণমূল কংগ্রেস – ৪৩%
বিজেপি – ৩০.০০%
বামফ্রন্ট ও কংগ্রেসের জোট – ২৪%
অন্যান্য – ২.০০%
নোটা – ১.০০%

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১৫,০০০ – ২০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের হিসাবে –
তৃণমূল কংগ্রেস – ৯৩,৬৭৫ (৪৭.৮৪%)
বামফ্রন্ট+কংগ্রেস – ৮১,২২৩ (৪১.৪৮%)
বিজেপি – ১৪,৯০৯ (৭.৬১%)
অন্যান্য – ২,৮৭৬ (১.৪৭%)
নোটা – ৩,১৪৪ (১.৬১%)

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেস জোট প্রার্থীর থেকে ১২,৪৫২ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ী।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের হিসাবে –
তৃণমূল কংগ্রেস – ৭০,২৪৯ (৩৭.৮৯%)
বামফ্রন্ট – ৬২,৩৬০ (৩৩.৬৪%)
বিজেপি – ৩২,৯৯১ (১৭.৭৯%)
কংগ্রেস – ১২,১৯০ (৬.৫৭%)
অন্যান্য – ৫,৭৭৯ (৩.১২%)
নোটা – ১,৮৩২ (০.৯৯%)

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থীর থেকে ৭,৮৮৯২ ভোটের ব্যবধানে এগিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!