এখন পড়ছেন
হোম > রাজ্য > মহেশতলা উপনির্বাচনের আগে রাজ্য সরকারের চাপ বাড়িয়ে বিস্ফোরক দাবী বিজেপির

মহেশতলা উপনির্বাচনের আগে রাজ্য সরকারের চাপ বাড়িয়ে বিস্ফোরক দাবী বিজেপির

প্রশাসন তৃণমূলের দালালে পরিনত হয়েছে। পঞ্চায়েত ভোটের মতোই উপনির্বাচনেও একইভাবে ছাপ্পা ভোট করতে চাইছে মা-মাটি-মানুষের সরকার। নির্বাচনের কমিশনের কাজে ছড়ি ঘোরাচ্ছে আবারও তাঁরা। এমনভাবেই আওয়াজ চড়া করলেন এদিন বিজেপির হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদার কমিশনের দফতর থেকে বেরিয়ে। কিন্তু কেন এমন অভিযোগ তুললেন তিনি হঠাৎ? জানতে চোখ রাখুন মূল খবরে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সমানেই মহেশতলা উপনির্বাচন। কিন্তু পুলিশ প্রশাসনের কাজে খুশি নয় বিজেপি। তাঁরা নাকি গেরুয়া পার্টিকে কোনো মিটিং,মিছিলের অনুমতিই দিচ্ছে না। বিশেষ করে অভিযোগ উঠেছে মহেশতলার ওসি সুবীর কুমার বাগের বিরুদ্ধে। তাই তাকে অবিলম্বে ওই পদ থেকে সরানোর আর্জি নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য বিজেপি। এদিন জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে দুই বিজেপি নেতা কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে। এছাড়াও উপনির্বাচনের নিরাপত্তার জন্যেও আরো কিছু কোম্পানি বাহিনীর দাবী জানিয়ে এসেছে তাঁরা। যদিও ইতিমধ্যে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!