এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘দিদিকে’ দেওয়া কথা রেখেও মহেশতলা নিয়ে ‘চূড়ান্ত হতাশ’ বিশ্বস্ত সেনাপতি

‘দিদিকে’ দেওয়া কথা রেখেও মহেশতলা নিয়ে ‘চূড়ান্ত হতাশ’ বিশ্বস্ত সেনাপতি


মহেশতলার উপনির্বাচনে দলের সাফল্যে উচ্ছ্বসিত  ঐ কেন্দ্রে মনোনীত প্রার্থীর প্রচারের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেতা অথা রাজ্যের পুর ও নগরন্নয়ন মন্ত্রী  ফিরহাদ হাকিম। দলের সাফল্যে খুশি হলেও একই সাথে বিজেপির সাফল্য তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসায় তিনি কিঞ্চিৎ বিচলিতও বটে। বৃহস্পতিবার এই কেন্দ্রের ভোট গণনার দিনে দলের অন্যান্য নেতাদের সাথে তিনি গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানালেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কথা কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপক্ষের প্রার্থীর থেকে ৫০,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। আর তিনি এই কথা রাখতে পেরে স্বভাবতই বেজায় আনন্দিত। একইসাথে তিনি এদিন সিপিএম এবং কংগ্রেসের প্রসঙ্গে বললেন ,” আদর্শগত ভাবে যাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত্‍ ছিল, তারাই বিজেপিকে সাহায্য করছে। ”  এছাড়াও তাঁর মতে , ” মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ বিরোধিতা করতে গিয়ে রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সিপিএম ও কংগ্রেস।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!