এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মহিলা বিদ্বেষী কৈলাশ বিজয়বর্গীয়? এবার তৃণমূলের আক্রমণের মুখে

মহিলা বিদ্বেষী কৈলাশ বিজয়বর্গীয়? এবার তৃণমূলের আক্রমণের মুখে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই রাজনৈতিক দলগুলির বিভিন্ন কার্যকলাপ চোখে পড়ছে। কেউ আমজনতার বাড়িতে গিয়ে পাত পেড়ে খাচ্ছে, কেউ আবার খুন্তী নাড়ছেন। তবে সবটাই যে রাজনীতির অংশ তা বুঝতে বাকি নেই কারোর।  সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোলপুরের সোনাঝুরি এলাকায় গিয়ে জনসংযোগ করতে দেখা যায় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দোকানে গিয়ে খুন্তি নাড়েন।

যথারীতি মুখ্যমন্ত্রীর খুন্তী নাড়ার ছবিটি ক্রমশ ভাইরাল হয়ে ওঠে। অন্যদিকে মুখ্যমন্ত্রী রান্না করছেন এই ছবি নিয়ে রীতিমতো তীব্র কটাক্ষ শুরু করে রাজ্যের গেরুয়া শিবির। সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয় মুখ্যমন্ত্রীর রান্না করার ছবিটি টুইটারে পোস্ট করে তীব্র কটাক্ষ করে বলেন, আর হয়ত 5 মাস পর মুখ্যমন্ত্রীকে এই কাজটাই করতে হতে পারে। আর তাই নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক। কৈলাস বিজয়বর্গীয়র এইধরনের উক্তিকে এবার তৃণমূলের প্রমিলা বাহিনী নারীবিদ্বেষী বলে চালাতে চাইছে।

ইতিমধ্যেই তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার কৈলাস বিজয়বর্গীয়কে রীতিমতো কড়া ভাষায় টুইট করে লেখেন, যদি মহিলা হয়ে সক্রিয় রাজনীতিতে কেউ অংশ নেওয়ার কথা ভাবেন, তাহলে চিন্তার বিষয়। কারণ বিজেপি মহিলাদের শুধুমাত্র রান্নাঘরেই দেখতে পারে। কৈলাস বিজয়বর্গীয়র পরিবারের মহিলাদের নিয়েও কাকলি ঘোষ দস্তিদার আক্ষেপ করতে ছাড়েননি। তিনি বলেছেন, কৈলাস বিজয়বর্গীয়র পরিবারের মহিলারা কিরকম বিদ্বেষের সম্মুখীন হয়, তা স্পষ্টই বোঝা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরেক মন্ত্রী শশী পাঁজা এদিন কৈলাস বিজয়বর্গীয়কে কড়া আক্রমণ করেছেন। তিনি টুইট করে লিখেছেন, বিজেপি সত্যিকারের রং দেখিয়ে দিয়েছে। তাঁরা মহিলাদের যেভাবে দেখে, ঠিক সেটাই তাঁদের বক্তব্য হিসেবে প্রতিফলিত হচ্ছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে বিজেপি আক্রমণ করছে, তা থেকে স্পষ্ট মহিলারা এই দেশে সুরক্ষিত নয়। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর জনসংযোগে কিন্তু যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে। আর রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর এই জনসংযোগকে কিছুটা খাটো করতেই কৈলাস বিজয়বর্গীয় টুইট করেছেন মুখ্যমন্ত্রী রান্নার ছবিটিকে হাতিয়ার করে।

কিন্তু প্রশ্ন উঠেছে, দেশের বেশিরভাগ মহিলাই রান্না করেন তা নিয়ে নতুন কিছু বলার নেই। তাহলে রাজনীতি করলে যে রান্না করা যাবেনা এরকম  কোথাও লেখা নেই। তাই মুখ্যমন্ত্রীর খুন্তি নাড়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কৈলাস বিজয়বর্গীয় যেভাবে রান্না করাকে কটাক্ষ করেছেন, তা যথেষ্ট সমালোচিত হচ্ছে। অন্যদিকে মনে করা হচ্ছে, গেরুয়া শিবিরের আক্রমণ এবার বুমেরাং হয়ে গেল তাঁদের দিকেই। তৃণমূল প্রমীলা বাহিনীর আক্রমণে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানাননি রাজ্যের অন্যতম বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!