এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মহিলা কর্মীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ বিজেপি সভাপতির, জোর চাঞ্চল্য!

মহিলা কর্মীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ বিজেপি সভাপতির, জোর চাঞ্চল্য!


দেশের নানা প্রান্তে বিজেপি নেতাদের মহিলাদের সঙ্গে নানা কুকীর্তির ঘটনা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। আর এবার পৌরসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরই এক মহিলা কর্মীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে অভিযোগ দায়ের হল, বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রসঙ্গত, গোপালনগর এলাকায় দীর্ঘদিন ধরেই বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন দীপালি দেব।

জানা যায়, বিজেপির তরফে এলাকার সমস্ত কর্মীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। আর সেই গ্রুপেই ছিলেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। তবে কিছুদিন আগেই দিপালী দেবী এবং শংকরবাবুর মধ্যে একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। আর তার প্রিন্ট আউট নিয়ে গিয়েই এদিন থানায় সেই শংকরবাবুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বিজেপির মহিলা কর্মী দীপালি দেব। যা নিয়ে এখন তৈরি হয়েছে চরম বিতর্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সেই মহিলা কর্মীর অভিযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে স্থানীয় কর্মীদের কাজের নানা নির্দেশ দিয়ে থাকেন সভাপতি। তবে কয়েকদিন আগে সেই গ্রুপে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন শঙ্কর চট্টোপাধ্যায়।” আর দলের মহিলা কর্মী এভাবে দলের সভাপতির বিরুদ্ধে সরব হওয়ায় এখন রীতিমত অস্বস্তি তৈরি হয়েছে বিজেপির অন্দরে।

এদিকে শংকরবাবুকে এই ব্যাপারে প্রশ্ন করা হলেও, তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে দিপালীদেবী এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবদাস মন্ডল। এদিন তিনি বলেন, “অভিযোগকারী মহিলা বিজেপির কিনা, তা নিয়ে সন্দেহ আছে। শাসকদল চক্রান্ত করে এসব করাচ্ছে।” সব মিলিয়ে এখন পৌরসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরের এই সমস্যা কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!