এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মহিলাদের উপর অত্যাচারে বাংলার অবস্থান জানলে চমকে যাবেন! সামনে এল বিস্ফোরক রিপোর্ট

মহিলাদের উপর অত্যাচারে বাংলার অবস্থান জানলে চমকে যাবেন! সামনে এল বিস্ফোরক রিপোর্ট


এরাজ্যে মহিলাদের উপর আক্রমণের ঘটনা বহুদিন ধরেই ঘটে আসছে‌। চুরি ছিনতাইয়ের ঘটনা তো আছেই, তার সাথে নারী পাচার, নারী হত্যা, নারী নিগ্রহের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। যদিও এরাজ্যের সরকার কোনদিনই মহিলাদের নিরাপত্তার ব্যাপারটি সে ভাবে স্বীকার করেননি তাঁদের মতে এ রাজ্যে মহিলারা সব থেকে বেশি নিরাপদ‌ দেশের অন্যান্য রাজ্যের থেকে। কিন্তু এবার যে রিপোর্টটি প্রকাশ্যে এসেছে, তাতে বাংলার অবস্থান জানলে চমকে যেতে হবে। বাংলায় নারীরা যে মোটেই নিরাপদ নেই তা এনসিবিআরের রিপোর্টে তা স্পষ্ট।

পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট সামনে এলো। এই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, মহিলাদের উপর অপরাধের নিরিখে সবথেকে উপরে রয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র। তৃতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ। চতুর্থ রাজস্থান এবং পঞ্চম স্থানে রয়েছে আসাম।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের মেয়েরা মোটেই নিরাপদ নয়। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে এই রাজ্যে। পুলিশের খাতায় প্রায় 30 হাজার 992 টি অভিযোগ জমা পড়েছে। কয়েকদিন আগেই রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রাতের অন্ধকারে কলকাতার বুকে একের পর এক মডেল আক্রান্ত হয়েছিলেন। পার্ক স্ট্রিট কান্ডের মতন ঘটনা এই কলকাতার বুকে ঘটেছিল। কামদুনি ধর্ষণ কাণ্ড নিয়েও কম বিতর্ক হয়নি। কিন্তু তারপরেও এ রাজ্যে মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনা কিছুমাত্র কমেনি, বরং বেড়েছে।

তবে মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনা সব থেকে বেশি হচ্ছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে মহিলাদের ওপর আক্রান্ত হওয়ার ঘটনার পরিসংখ‍্যান শুনলে অবাক হতে হয়। 31 হাজার 979 টি। তৃতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ, সেখানে এই অপরাধের সংখ্যা 29 হাজার 778। চতুর্থ স্থানে রাজস্থান। মহিলাদের ওপর অপরাধ সংখ্যার নিরিখে 25 হাজার 993 টি।

পঞ্চম স্থানে রয়েছে অসম। তুলনামূলকভাবে এতগুলি রাজ্যের থেকে অসমে সবথেকে কম মহিলাদের ওপর নির্যাতন হয়েছে। সেখানে এই সংক্রান্ত অপরাধের সংখ্যা 23 হাজার 82। সে দিক থেকে বলা যায় নির্ভয়া কাণ্ডের পর দিল্লিতে মহিলাদের ওপর আক্রমণের ঘটনা অনেকটাই কমেছে। 2016 সালে যেখানে এই আক্রান্তের ঘটনা ছিল 15 হাজার 310 টি, উল্লেখযোগ্যভাবে সেটি 2017 সালে হয়েছে 13 হাজার 76 টি।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট এক বছর দেরিতে প্রকাশ করা হলেও গোটা দেশে গণপিটুনিতে হত্যার পরিসংখ্যান এর থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক বিষয়ের পরিসংখ্যান দেওয়া থাকলেও গনহত্যার পরিসংখ্যানটি সুনিপুণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে অপরাধের নিরিখে উল্লেখযোগ্যভাবে বিজেপি শাসিত দেশে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বা অপরাধের ঘটনা নিত্যদিন বেড়ে চলেছে।

এদিকে অপরাধপ্রবণতার শীর্ষে রয়েছে বিজেপি শাসিত আরেক রাজ্য আসাম। সেখানে প্রতি এক লাখ বাসিন্দার নিরিখে অপরাধ করছে 143 জন। আর তারপরেই রয়েছে উড়িষ্যা ও তেলেঙ্গানা। সেখানে প্রতি 1 লাখ বাসিন্দার মধ্যে 94 জন অপরাধ করেন। এরপর নাম আসবে হরিয়ানার। সেখানে এক লাখ বাসিন্দার মধ্যে 88 জন অপরাধপ্রবণ। ও সবশেষে আসবে নাম রাজস্থানের। সেখানে এক লাখ বাসিন্দার নিরিখে 73 জন অপরাধ করে থাকেন।

সমগ্র বিষয়টি পর্যবেক্ষণ করে বলা যায়, যত দিন যাচ্ছে, মহিলাদের নিরাপত্তার বিষয়টি ততই দুর্বল হয়ে পড়ছে। সরকার থাকুক আর বদলাক, মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারটি চিরকালই পিছিয়ে থাকে। তা এরাজ্যে হোক, কি অন্য রাজ্যে। মহিলাদের ওপর কোনো আক্রমণ হলে বেশ কিছুদিন ধরে সেটা নিয়ে আলোচনা চলে। কিন্তু সমস্যাটি গোড়া থেকে নির্মূল করার কথা কেউই ভাবে না। যদিও এখন মহিলারাও নিজেদের সুরক্ষার দায়িত্ব অনেকাংশেই নিজেরা তুলে নিচ্ছেন। তবুও প্রতিটি রাজনৈতিক দলেরই একটা দায় থাকে মহিলাদের নিরাপত্তা নিয়ে। বলছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!