এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুভাষ ঘাইয়ের জন্যই তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে? এতদিন বাদে মুখ খুলে বিস্ফোরক মহিমা চৌধুরী!

সুভাষ ঘাইয়ের জন্যই তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে? এতদিন বাদে মুখ খুলে বিস্ফোরক মহিমা চৌধুরী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কথায় বলে মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ হয়না। নিজের যোগ্যতা অনুযায়ী সেই আশা পূরণ না হলেই, চাওয়া পাওয়ার এই হিসাব মেলে না। সম্প্রতি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু এর পর বলিউডে স্বজনপোষণের অভিযোগ তীব্র হয়ে ওঠে। যাদের কখনো কল্পনাও করা যায়নি, তারাও পর্যন্ত অভিযোগ করতে ছাড়েননি, এমনটাই দেখা যাচ্ছে। অপরের মুখে কালি ছিটানোর সুযোগ কেউই হাতছাড়া করতে রজিনন।

এবার সেই তালিকায় যে এমন একজনের নাম উঠে আসতে পারে, তা হয়ত ভাবতেও পারেনি কেউ। কারণ ব্যক্তিটি হলেন মহিমা চৌধুরী। বলিউডে যাঁকে বেশ কমই দেখা গেছে। তবে তাঁর ফিল্মি কেরিয়ার নিয়েই উঠেছে প্রশ্ন। কেনো তিনি এত কম কাজ করেছেন সেই কথা বলতে গিয়ে তাঁর অভিযোগের তীর গেছে সুভাষ ঘাই এর দিকে। কি অবাক হচ্ছেন তো?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবাক হওয়ারই কথা। কারণ এই সুভাষ ঘাইয়ের হাত ধরেই তিনি পা রেখেছিলেন সিনেমা জগতে। ছবিটির নাম ছিল ‘ পরদেশ ‘। ভিন্ন গোত্রের ছবি করার জন্য পরিচিত সুভাষ ঘাইয়ের এই ছবিটিও সেই তালিকা থেকে আলাদা নয়। মিউজিক্যাল ড্রামা এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করা মহিমার বিপরীতে ছিলেন শাহরুখ খান। নদিম স্রাভনের দেওয়া ছবির গাঙ্গুলি আজও মনে পড়ে যায়।

তবে এই ছবির পরেই নাকি সুভাষ ঘাই একটি বিজ্ঞপ্তি দিয়ে বলে দেন যে মহিমা কে কাজে নিতে গেলে আগে তাঁর সঙ্গে কথা বলতে হবে। এমনটাই চুক্তি করা আছে। আর সেই জন্যই নাকি কোনো প্রোডিউসার তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন না। পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগে সুভাষ ঘাই কিন্তু যথেষ্ট ভালোভাবেই সামলেছেন পরিস্থিতি। তাঁর কথায় মহিমার সঙ্গে সেই সময় সম্পর্কের অবনতি হলেও পরে নাকি তা ঠিক হয়ে যায়। এখনো তাঁরা নাকি বন্ধুই আছেন।

তবে এটা প্রথমবার নয়, এর আগেও এমন অনেক অভিযোগের তীর উঠেছিল পরিচালকের বিরুদ্ধে। আর সেগুলি মাহিমাই করেছিলেন। এমন সব চুক্তির কথা নাকি সুভাষ ঘাই ইন্ডাস্ট্রিতে বলে রাখতেন, যাতে কেউ তাঁর সঙ্গে কাজ করতে না চায়। যে চুক্তি গুলি আদৌ নাকি ছিলোও না। তবে সেবারেও কিন্তু পরিচালক দক্ষ হাতে সবকিছু সামলেছেন। এখন পরিচালকের এহেন মন্তব্যে মহিমা কি করেন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!