এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে রুখতে বড়সড় স্ট্র্যাটেজি বানিয়ে ফেললেন মহুয়া মৈত্র? সেই মতোই ঝাঁপাচ্ছে কর্মীরা?

বিজেপিকে রুখতে বড়সড় স্ট্র্যাটেজি বানিয়ে ফেললেন মহুয়া মৈত্র? সেই মতোই ঝাঁপাচ্ছে কর্মীরা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নদীয়া জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে দলের জেলা সভানেত্রী মহুয়া মৈত্রকে নিয়ে দলের অন্দরে নানা নেতা-নেত্রী প্রশ্ন তুলে দিয়েছিলেন। তবে সামনেই বিধানসভা নির্বাচন। তাই সমালোচকদের কথায় কান না দিয়ে এখন সংগঠনকে শক্তিশালী করাই প্রধান চ্যালেঞ্জ মহুয়াদেবীর কাছে। আর তাই নদীয়ায় বিরোধীরা যাতে একফোঁটাও দাগ কাটতে না পারে, তার জন্য এবার নিজের কাজকর্ম শুরু করে দিলেন এই তৃণমূল নেত্রী।

সূত্রের খবর, রবিবার কল্যাণী বিধানসভার বেশ কয়েকটি অঞ্চলে যান মহুয়া মৈত্র। যেখানে প্রতি জায়গাতেই কর্মীদের তিনটি প্রধান নির্দেশ দিতে দেখা যাচ্ছে তাকে। যার মধ্যে অন্যতম, যারা দায়িত্বে রয়েছেন, তাদের ভোটের দিন পর্যন্ত বুথের সব দিকে লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই এক বুথের কর্মী যাতে অন্য বুথে মাথা না ঘামায়, সেই ব্যাপারে পরিষ্কার ভাবে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও যেখানে খামতি আছে, তা অবিলম্বে যাতে মিটিয়ে ফেলা হয়, তার জন্য দলের দায়িত্ব প্রাপ্ত নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মহুয়া মৈত্র।

পাশাপাশি প্রত্যেক অঞ্চলকে “মিনি বিধানসভা” ধরে নিয়ে সেই অঞ্চলে যাতে শাসকদল ব্যাপক পরিমাণে লিড পায়, তার ব্যাপারে দলের নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিতে দেখা গেছে তাকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনে নদীয়া জেলায় তৃণমূল খুব একটা ভালো ফলাফল করতে পারেনি। বিভিন্ন বিধানসভায় এগিয়ে গিয়েছিল পদ্মফুল শিবির। আর তাই সেই লোকসভার পরাজয়ের গ্লানি ভুলে এখন থেকেই গোটা নদীয়া জেলা চোষে বেড়াতে শুরু করেছেন দলের জেলা সভানেত্রী মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে বুথ কর্মীদের বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি বুতে যাতে সংগঠনকে চাঙ্গা করে ব্যাপক পরিমাণে লিড আসে, তার জন্য চেষ্টা শুরু করে দিয়েছেন তিনি। বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে কর্মসূচি বেঁধে দিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষা করার নির্দেশ দিতে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, বর্তমান সময়ে যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না হয়, তার জন্যেও বার্তা দিয়েছেন তিনি। একাংশ বলছেন মহুয়া মৈত্র খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন, বিজেপি এবার কোনোভাবেই এই লড়াই থেকে সরে আসবে না।

তাই যত দিন যাচ্ছে, ততই বিজেপি যেমন চাপ বাড়াতে শুরু করেছে, ঠিক তেমনই সংগঠনকে শক্তিশালী করে এবার বুথের সংগঠনকে শক্তিশালী করার দিকে বেশি নজর দিতে শুরু করেছেন নদীয়া জেলা তৃণমূলের সভানেত্রী। স্বাভাবিকভাবেই এখন বিভিন্ন বুথের কর্মীদের বাড়তি দায়িত্ব দিয়ে নিজের বুথে থাকার নির্দেশ দিতে দেখা যাচ্ছে তাকে।

আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে নদীয়া জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া মৈত্র বলেন, “জেলার উত্তর অংশটা আমাদের অনেকটাই গোছানো আছে। ওদিকে সভা হচ্ছে। দক্ষিণ অংশে বুথকর্মী, সভাপতিদের নিয়ে বসা হচ্ছে। বক্তব্য রেখে সময় নষ্ট হয়, কি করতে হবে, আর কি করা যাবে না, তা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত জায়গায় বুথ কর্মীরা লড়াইয়ে নামতে প্রস্তুত। তাদের উৎসাহ দেখে আমি প্রত্যেকদিন নতুন উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছি।”

বিশেষজ্ঞরা বলছেন, মহুয়া মৈত্র ভোট রাজনীতি খুব ভালোই বোঝেন। গত লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক প্রভাব থাকা সত্ত্বেও এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি দখল করলেও, তার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে জয়লাভ করেছেন মহুয়া মৈত্র। আর তারপরই নদীয়া জেলার দায়িত্ব সেই মহুয়া মৈত্রকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই এবার ঘর গোছানোর কাজ শুরু করে দিলেন এই তৃণমূল নেত্রী। যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করা এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দ্বারা যাতে তা শক্তিশালী করা যায়, তার জন্য নির্দেশ দিতে দেখা যাচ্ছে তাকে। তবে মহুয়াদেবীর স্ট্রাটেজি বিরোধীদের কতটা চাপে রাখতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!