এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা….” লোকসভায় একি বলে ফেললেন মোদী!

“মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা….” লোকসভায় একি বলে ফেললেন মোদী!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই সমাপ্ত হয়েছে মহাকুম্ভ। যে পুন্য কুম্ভে স্নান করেছেন কোটি কোটি মানুষ। বিরোধীরা তাকে কটাক্ষ করলেও, তাতে কেউ মাথা ঘামাতে নারাজ। আর এই পরিস্থিতিতে প্রয়াগরাজের সেই কুম্ভস্থানের কথা তুলে ধরে লোকসভায় বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, এদিন লোকসভায় এই ব্যাপারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি বলেন, “মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা দেশকে নতুন করে জাগিয়ে তোলে। যেমন, চৈতন্যদেবের ধর্মীয় আন্দোলন, স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ, স্বাধীনতা আন্দোলনে এমন বহু মোড় এসেছে, যা দেশবাসীকে স্বাধীনতার লক্ষ্যে পৌঁছে দিতে প্রেরণা দিয়েছে। প্রয়াগরাজও তেমনই একটি মোড়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!