এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাঝেরহাট ব্রিজ ভাঙা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে দায়ী করলেন মুকুল রায়

মাঝেরহাট ব্রিজ ভাঙা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে দায়ী করলেন মুকুল রায়

আবার এক মর্মান্তিক সেতু দুর্ঘটনার কবলে শহর কলকাতা। আজ বিকালে হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ল শহরের অন্যতম ব্যস্ত মাঝেরহাট ব্রিজের একাংশ। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে – তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। কেননা আহতের সংখ্যা নিয়ে সঠিক তথ্য কিছু পাওয়া যাচ্ছে না – তবে সংখ্যাটা বেশ বড় বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

এনিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি সরাসরি এই দুর্ঘটনার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে দায়ী করলেন। তিনি জানালেন যে, এই এই দুর্ঘটনার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দায়ি।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বললেন যে তিনি শুধু শহরের সৌন্দর্যের কথা বলে চলেছেন কিন্তু পুরানো নির্মাণগুলির যে মেরামতের দরকার সে কথা মাথায় নেই তাঁর। আর তাই এই দুর্ঘটনার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নেওয়া উচিত।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!