এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মাঝরাতে স্ট্রং রুমে হানা তৃণমূল প্রার্থীর, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

মাঝরাতে স্ট্রং রুমে হানা তৃণমূল প্রার্থীর, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে নির্বাচন যত শেষের দিকে এগোচ্ছে, ততই রাজনৈতিক হিংসার ঘটনা মাথাচাড়া দিচ্ছে। যে ক’টি নির্বাচন ইতিমধ্যেই হয়ে গেছে, তার প্রত্যেকটিতেই রাজনৈতিক অশান্তির ঘটনা ব্যাপকভাবে সামনে এসেছে। গত 6 ই এপ্রিল তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। আর তৃতীয় দফার নির্বাচনে ভোট হয়েছে আরামবাগের। সেখানকার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ। তৃতীয় দফার ভোটে সারাদিন সুজাতা মন্ডলকে নিয়ে রাজনৈতিক মহল সরগরম ছিল। একাধিকবার তাঁকে সেদিন আক্রান্ত হতে হয়েছে বলে খবর। অবশ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তিনি ভোটারদের প্ররোচনা দিচ্ছিলেন।

কিন্তু সুজাতা দাবি করেছেন, তিনি মানুষের মনোবল বাড়ানোর কাজ করছিলেন এবং যারা ভোট দিতে পারছিলেন না তাদের বুথমুখী করার জন্য গ্রামে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই সামনে এল আরো একটি চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বুধবার গভীর রাতে হঠাৎ করে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় যেটি স্ট্রং রুম করা হয়েছে ওই বিধানসভার, সেখানে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সুজাতা মডল খাঁ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন স্ট্রং রুমে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা সুজাতা মন্ডলকে জিজ্ঞাসাবাদ করেন। তবে সুজাতা মন্ডল জানিয়েছেন, তিনি স্ট্রং রুম ঠিকঠাক আছে কিনা দেখতে এসেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্ট্রং রুমে আসার খবর পেয়ে এলাকায় জমা হন বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি বিজেপি প্রার্থী মধূসুদন বাগও এলাকায় চলে আসেন। তাঁরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। অবশ্য বিজেপি প্রার্থী জানিয়েছেন তিনি কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখছেন। অন্যদিকে সুজাতা মন্ডলও জানিয়েছেন, তাঁর স্ট্রং রুমে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই। পাশাপাশি তিনি যে হুগলির আরামবাগ বিধানসভা থেকে জিতছেন সেকথাও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁকে নিয়ে চলছে ব্যাপক জল্পনা। এদিকে নির্বাচন কমিশন আরামবাগের তৃণমূল প্রার্থীর ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করে জেলা পুলিশ প্রশাসনের কাছে।

কিন্তু সেই রিপোর্ট নিয়েও উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, জেলা পুলিশ সুজাতার ওপর আক্রমণের কথাই উল্লেখ করেনি কমিশনকে দেওয়ার রিপোর্টে। আর তাই নিয়ে যথারীতি শুরু হয়েছে বিতর্ক। তার মধ্যেই সুজাতা মন্ডল রাতের অন্ধকারে স্ট্রং রুমে গিয়ে নতুন জল্পনার সৃষ্টি করলেন বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, স্ট্রং রুম ঠিক আছে কিনা তা দেখার জন্য হঠাৎ রাতের অন্ধকারকেই বেছে নিলেন কেন সুজাতা মন্ডল খাঁ? এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খুঁজে দেখতে ইতিমধ্যেই মরিয়া হয়ে উঠেছে বিরোধী দল বিজেপি। আপাতত এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে চাপানউতোর বাড়তে চলেছে সে বিষয়ে নিঃসন্দেহ ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!