আপনার ফোন ক্রমশ ‘স্লো’ হয়ে যাচ্ছে? মাত্র ৫ মিনিটের কামালেই আপনার ফোনটিকে করে নিন সুপার ফাস্ট! অন্যান্য টেকনোলজি June 7, 2019 আজকের দিনে হাতে মোবাইল ফোন নেই – এরকম মানুষ বোধহয় গবেষণা করে খুঁজে বের করতে হবে! আর দাম ও অন্যান্য ফিচারের নিরিখে বেশিরভাগ মানুষের হাতেই রয়েছে অ্যান্ড্রোয়েড মোবাইল। কিন্তু, দুঃখের কথা আপনি যদি ‘ফাস্টেস্ট মোবাইলও’ বিভ্রাটের করেন তাহলেও কিছুদিনের মধ্যেই ফোন স্লো হয়ে গিয়ে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে কোনো ইম্পরট্যান্ট চ্যাট করা, বা অনলাইন ট্রান্সফারের সময় – তা আরও বেদনাদায়ক হয়ে ওঠে। কিন্তু আর চিন্তা নেই – নীচের পাঁচটি পদক্ষেপেই মাত্র ৫ মিনিটে, আপনার মোবাইলটি করে তুলুন নতুনের মত সুপারফাস্ট! ১. মোবাইলের ক্যাসড ডেটা সাফ করুন (মাত্র ৩০ সেকেন্ড সময় লাগবে) – আপনার ব্যবহৃত বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডেটা ক্রমাগত ছোট ছোট ডেটা প্যাকেট বা ক্যাসে পরিণত হয়, যা সাধারণত আপনার ফোনের নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটির কর্মক্ষমতার গতি বাড়িয়ে তোলে। কিন্তু আপনার ফোনটি যখন মেমোরি ফুল হওয়ার কারনে যখন খুব স্লো চলে, তখন আপনার ফোনটির অতিরিক্ত ক্যাসড ডেটা বেশ ক্ষতি করতে শুরু করে। কিভাবে এটি ঠিক করবেন দেখে নেওয়া যাক – ক. প্রথমে আপনার ফোনের সেটিংসে যান খ. স্টোরেজে ট্যাপ করুন গ. এরপর ক্লিক করুন ক্যাস ডেটাতে ঘ. এবার OK করুন ২. অ্যানিমেশন ডিসঅ্যাবল করুন (মাত্র ১ মিনিট সময় লাগবে) – অ্যানিমেশনগুলি আপনার ফোনের অপারেটিং সিস্টেমের সাথে সংযুক্ত সমস্ত ইন্টারঅ্যাকশনগুলিকে আরও আকর্ষণীয় দেখায়। কিন্তু, এরফলে আপনার ফোনটি স্লো হয়ে যেতে শুরু করে এবং এই অ্যানিমেশনগুলি, ভিডিও দেখতে অসুবিধা ঘটায়। যদি অ্যানিমেশনগুলি ঠিকঠাক কাজ না করে, তবে আপনার ভিডিও সম্পূর্ণভাবে বন্ধও হয়ে যায়। এটি কীভাবে ঠিক করবেন দেখে নেওয়া যাক – ক. প্রথমে আপনার ফোনের সেটিংসে যান খ. এরপর অ্যাবাউট ফোন-এ ক্লিক করুন গ. এর পর বিল্ড নাম্বারের উপর পরপর ৭ বার ক্লিক করুন – আপনি একটি ম্যাসেজ দেখতে পাবেন ‘এনেব্যালড ডেভোলোপার অপশন’ নামে ঘ. এবার সেটিংস এ আসুন এবং ডেভোলপার অপশনে ক্লিক করুন ঙ. উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এ ক্লিক করুন এবং ‘অ্যানিমেশন অফ’ সিলেক্ট করুন চ. উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এ ক্লিক করুন এবং সিলেক্ট করুন ট্রান্জিশন আ্যানিমেশন স্কেল এন্ড অ্যানিমেটর ডিউরেশন স্কেল আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ৩. রিমুভ/ডিসেবেল ব্লোওয়ার আন্ড আনইউসড অ্যাপস (মাত্র ১ মিনিট সময় লাগবে) – আপনি হয়ত দেখেছেন যে যখন আপনার নতুন ফোন বক্সের বাইরে বের করেন, তখন আপনার Android ফোনটিতে অনেকগুলি অ্যাপ্লিকেশন আগের থেকেই ইনস্টল করা থাকে, যেগুলো হয়ত আপনি কোনোদিনই ব্যবহার করেন না। আবার এমনও হয়েছে যে এমন অনেক অ্যাপ্লিকেশনস আছে যেগুলি হয়তো কয়েক মাস বা তারও বেশি সময় ধরে, আপনি ব্যাবহার করেননি। এমনকি আপনি নিজেই কিছু অব্যবহৃত অ্যাপ্লিকেশান ইনস্টল করেছেন যেগুলি আপনি ব্যাবহার করেন না কিন্তু সেই অ্যাপগুলি আপনার ফোন মেমোরির জয়াগা খেয়ে নিচ্ছে । কিভাবে ক্লীয়ার করতে পারবেন তা এখানে দেখানো হল – ক. প্রথমে আপনার ফোনের সেটিংসে যান খ. এরপর অ্যাপস এ ক্লিক করুন গ. ফাইন্ড এন অ্যাপ ইউ উইস টু আনইনস্টল এ ক্লিক করুন – প্রত্যেকটা অ্যাপ কতটা করে জয়াগা নিয়েছে সেটা আপনি দেখতে পাবেন এবং কতটা মেমোরি খালি হবে সেটাও বুঝতে পারবেন ঘ. এবার আনইনস্টল এ ক্লিক করুন এবং OK বটন প্রেস করুন ঙ. এই ভাবে করতে থাকুন আপনার প্রয়োজন মতো, যতগুলি অ্যাপ মনে করবেন ৪. রিমুভ অর রিডিউস ওয়াইডগেটস (মাত্র ৩০ সেকেন্ড সময় লাগবে) – ওয়াইডগেটসগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি বিযেষ বৈশিষ্ট্য যা আপনাকে অ্যাপ্লিকেশনটি আসলেই লঞ্চ করার প্রয়োজন ছাড়াই আপনার হোমস্ক্রিনে অ্যাপ্লিকেশান দেখতে এবং ইন্টারঅ্যাক্ট করার অনুমতি দেয়। যখন আপনার ফোনটি ফাস্ট এবং নতুন হয় তখন আপনার ফোনটি ব্যাবহার করতে সময় অনেক কম লাগবে। কিন্তু, পরবর্তীকালে আপনার ফোন স্লো হয়ে যাওয়ার পর, এইগুলিই আপনার মাথাব্যথার কারণ হবে। এর থেকে মুক্তি পেতে নীচের পদ্ধতিটি ফলো করুন – ক. আপনি যে ওয়াইটগেটসটা ডিলিট করতে চান সেটা নিশ্চিত করুন খ. এরপর ওই অ্যাপটা কিছুক্ষনের জন্যা চেপে ধরুন এবং একটি মেসেজ দেখতে পাবেন – ‘রিমুভ’ এবং ‘অ্যাপ ইনফো’ গ. ঐ অ্যাপটিকে চেপে ধরে রিমুভের দিকে নিয়ে যান ৫. ক্রোম ব্রাউজার অপ্টিমাইজ করুন (মাত্র 30 সেকেন্ড সময় লাগবে) – প্রায় ৯০% অ্যান্ড্রোয়েড ব্যবহারকারী ক্রোম ব্রাউজারের সাথে পরিচিত। এটি আপনাকে আপনার মোবাইল ওয়েব ব্রাউজিং ফাস্ট করতে সহায়তা করে। আপনি যখন ব্রাউজিং করেন তখন এটি আপনার গোপন কিছু তথ্য সংরক্ষণ করে রাখে। আর তাই নীচের পদ্ধতিটি ফল করা অত্যন্ত জরুরি – ক. প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করুন খ.একদম উপরে ডানদিকে কোনায় থ্রী ডট চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন গ. এবারে নিচের দিকে সেটিংস দেখতে পাবেন, এখানে ক্লিক করুন ঘ. ডাটা সেভার এ ক্লিক করুন ঙ. উপরে ডাদিকে সুইচ ওফ বাটনে ক্লিক করুন আপনার মতামত জানান -