এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > মলয় ঘটক ঘনিষ্ঠ নেতা বিজেপিতে যোগ দিতেই দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত, ঝড় রাজ্য-রাজনীতিতে

মলয় ঘটক ঘনিষ্ঠ নেতা বিজেপিতে যোগ দিতেই দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত, ঝড় রাজ্য-রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ তীব্র আকারে বৃদ্ধি পেয়েছে। মারামারি-হাতাহাতি, গোলাগুলি, বোমাবাজি এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে হেভিওয়েট বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটলো গতরাতে আসানসোলে। প্রসঙ্গত বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় একসময় তৃণমূল দলে ছিলেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল তৃণমূলের প্রাক্তন এই নেতার। পরবর্তীকালে তিনি তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। এখন তিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য। গতকাল তাঁকে লক্ষ্য করে চললো গুলি। যে ঘটনা ঝড় তুলে দিল রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতা অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে গতকাল।

প্রসঙ্গত, গতকাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর হীরাপুর থানার অন্তর্গত ডলি লজ এলাকায় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গতকাল রাতে কলকাতায় দলীয় বৈঠক সেরে তিনি যখন বাড়ি ফিরছেন, তখন তাঁর বাড়ির সামনেই এমনটা ঘটে। বাড়ির সামনে এসে যখন গাড়ি থেকে নামতে যাবেন তিনি, তখনই এলোপাতাড়ি গুলি ছোড়া হয় তাঁর গাড়িকে লক্ষ্য করে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অভিযোগ করেছেন যে, গতরাতে যখন তাঁর গাড়িটিকে বাড়ির বাইরে রেখে গাড়ির দরজা খুলতে যাচ্ছিলেন তাঁর গাড়ির চালক, এমন সময় বাইকে করে সেখানে এসে উপস্থিত হয় ২,৩ জন দুষ্কৃতী। এরপর হঠাৎ করে গুলি ছুঁড়তে শুরু করে তাঁকে লক্ষ্য করে। গাড়ির ভিতর লুকিয়ে কোন রকমে নিজের প্রাণ বাঁচান তিনি। বিজেপি নেতা অভিযোগ করেছেন যে, এরপর জোর করে তাঁর গাড়ির দরজা খোলা চেষ্টা করে এই দুষ্কৃতীরা। গাড়ির হর্ন বাজাতে থাকেন বারবার, তার বাড়ির ভেতর থেকে লোকেরা চিৎকার করতে করতে আরম্ভ। গুলির শব্দ ও চিৎকারে স্থানীয় মানুষের জমা হতে শুরু করেন।

এরপর, অনেক মানুষ জমা হলে বাইক নিয়ে পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা। তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে যে, গুলি চালাতে চালাতে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এই ঘটনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এমন ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, শিল্পাঞ্চলে চলছে মাফিয়ার রাজত্ব। আসানসোলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার কারণে তৃণমূলের শক্তিক্ষয় ঘটেছে আসানসোলে। তাই তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল। একদা মন্ত্রীর ঘনিষ্ঠ এই বিজেপি নেতার ওপর এমন প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে গেল রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!