এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম >   মালদার দুটি আসনই “অত্যন্ত সম্ভাবনাময়” হলেও প্রার্থী কে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন গেরুয়া শিবিরে

  মালদার দুটি আসনই “অত্যন্ত সম্ভাবনাময়” হলেও প্রার্থী কে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন গেরুয়া শিবিরে

মালদা জেলাকে অনেকে উত্তরবঙ্গের গেটওয়ে বলে অভিহিত করে থাকে। আর এবার লোকসভা নির্বাচনের আগে সেই মালদহ জেলার রাজনৈতিক সমীকরণ নিয়েই সব রাজনৈতিক দলের মধ্যে তুঙ্গে উঠেছে তৎপরতা। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে এই মালদহ জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মৌসম বেনজির নূর যোগদান করলে তিনি উত্তর মালদহ লোকসভা কেন্দ্র তৃণমূলের পরবর্তী প্রার্থী বলে ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শাসক দলের প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথেই উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে বিরোধীদের তরফে কোন দল থেকে কে প্রার্থী হনবে তা নিয়ে প্রবল জল্পনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, এবারে বিজেপি এই মালদহ জেলাকে পাখির চোখ করেছে। আর তাই মালদহের দুটি লোকসভা আসন দখল করতে ইতিমধ্যেই সেখানে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে প্রবল গুঞ্জন শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে।

সূত্রের খবর, উত্তর মালদহের বিজেপি প্রার্থী হিসেবে উত্তরবঙ্গের এক দলীয় পদাধিকারী এবং দক্ষিণ মালদহের প্রার্থী হিসেবে এক দলীয় বিধায়ক এবং অন্য দল থেকে এক প্রাক্তন বিধায়ক ভাঙিয়ে এনে যাতে সেখানে প্রার্থী করা যায় সেই ব্যাপারে দলীয় স্তরে নানা কথা শোনা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই উত্তর মালদহ লোকসভা আসনে বিগত পঞ্চায়েত নির্বাচনে বেশ ভালই ফল করেছিল বিজেপি। আর তাই সেই আসনটিতে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের জয় সুনিশ্চিত করতে সেখানে যাতে ভালো প্রার্থী দেওয়া যায় সে ব্যাপারেই ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। তবে দক্ষিণ মালদহে বিজেপির ভোট ব্যাংক কিছুটা হলেও শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আর তাই সেই দক্ষিণ মালদহে বিজেপির পক্ষ থেকে যাতে ভালো মুখ নিয়ে আসা যায় তার জন্যও আলোচনা সেরে রাখছেন দলের নেতৃত্বরা। সূত্রের খবর, দক্ষিণ মালদহ আসনে প্রার্থী করবার জন্য বিজেপির বৈষ্ণবনগরের বিধায়কের নাম উঠে আসতে শুরু করেছে। পাশাপাশি অন্য দল থেকে এক প্রাক্তন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে এসে দক্ষিণ মালদহ আসনে প্রার্থী করতে পারে বিজেপি। তবে এখনই এই সম্ভাবনার মধ্যে কোনোটাই চূড়ান্ত নয় বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তর মালদা লোকসভা আসনে বিজেপির কোনো এক রাজ্য নেতা প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে মালদহের এই দুই হেভিওয়েট লোকসভা কেন্দ্রে বিজেপির তরফে এবার কাকে প্রার্থী করা হবে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ গেরুয়া শিবিরের নেতারা। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, “মালদহের দুটি আসনেই আমাদের জয়ের সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে। তাই সেই নিরিখেই প্রার্থী নির্বাচন করা হবে। দলের নির্দিষ্ট নিয়ম মোতাবেকই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে বিজেপির তরফে মালদহের এই দুই লোকসভা আসনে জয় নিশ্চিত বলে দাবি করা হলে পাল্টা এই ব্যাপারে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, “এই জেলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে লোকসভার প্রতিনিধি করে পাঠাতে চায় না। গত পঞ্চায়েতে সেই কথাই প্রমাণিত হয়েছে। ফলে কে কাকে প্রার্থী করবে তা নিয়ে আমরা ভাবছি না। মালদহের দুটি আসনেই আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে সমর্থন করবে।”

তবে নানা মুনির নানা মত তো থাকবেই! আসল কথা বলবে ভোটবাক্স। তবে ভোট বাক্স খোলার আগে এখন আসন্ন লোকসভা নির্বাচনে এই মালদহের দুটি লোকসভা আসনে বিজেপির তরফ ঠিক কাকে কাকে প্রার্থী করে আনা হয় এখন সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!