এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মালদা জেলা পরিষদ নিয়ে দড়ি টানাটানি তৃণমূল ও বিজেপির, কার দখলে থাকবে এই জেলা পরিষদ? টানটান উত্তেজনা রাজনীতি মহলে

মালদা জেলা পরিষদ নিয়ে দড়ি টানাটানি তৃণমূল ও বিজেপির, কার দখলে থাকবে এই জেলা পরিষদ? টানটান উত্তেজনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মালদা জেলা পরিষদকে কেন্দ্র করে ব্যাপক দড়ি টানাটানি শুরু হয়েছে তৃণমূল- বিজেপির। কার হাতে থাকবে এই জেলা পরিষদ? তা নিয়ে চলছে নানা জল্পনা। বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের টিকিটে জয়লাভ করা সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল যোগদান করেছিলেন বিজেপিতে। বিজেপির প্রার্থীও হয়েছিলেন তিনি। তবে, শেষ পর্যন্ত নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। এবার তাঁকে অপসারণ করতে একেবারে কোমর বেঁধে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে তৃণমূল।

আগামী ৮ ই জুলাই এ বিষয়ে আলোচনা হতে চলেছে। সেদিন অনাস্থা প্রস্তাব নিয়ে চলবে আলোচনা জেলা পরিষদে। তৃণমূলের দাবি, তাঁর অপসারণ সময়ের অপেক্ষা মাত্র। এমনকি ৮ ই জুলাই এর আগে পদত্যাগ পর্যন্ত করতে পারেন গৌড় চন্দ্র মন্ডল। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ৩৭ জন সদস্য বিশিষ্ট এই জেলা পরিষদে জেতার জন্য প্রয়োজন ১৯ জন সদস্য, কিন্তু তৃণমূলের হাতে এখন ২৩ জন সদস্য রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই, জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন যে, তৃণমূলের যে জয় হবে, সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে মালদহ জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানিয়েছেন যে, এরকম কিছু ঘটবে না সভাধীপতি হিসেবে থেকে যাবেন গৌরচন্দ্র মন্ডল, এ বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি।

এ বিষয়ের নিষ্পত্তি হতে চলেছে আগামী ৮ ই জুলাই। সেদিন দুজন সিনিয়র অফিসার উপস্থিত থাকতে চলেছেন জেলা পরিষদে। অনাস্থা প্রস্তাবের পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে যদি নির্বাচনের আয়োজন করা হয়, তবে এই দুইন সিনিয়র অফিসার সমস্ত দায়িত্ব পালন করবেন। মালদা জেলা পরিষদের দখল নিয়ে রয়েছে দুদলের টানটান উত্তেজনা। ৮ ই জুলাইয়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রাজনীতিমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!