এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আজ “পরিবর্তনের পরিবর্তন” ডাক নিয়ে মালদায় অমিত শাহ, বিপুল জনসমাগমের আশায় গেরুয়া শিবির

আজ “পরিবর্তনের পরিবর্তন” ডাক নিয়ে মালদায় অমিত শাহ, বিপুল জনসমাগমের আশায় গেরুয়া শিবির


রথযাত্রা বাতিল হওয়ার পর রাজ্যে বিজেপির শীর্ষ নেতা- নেত্রীদের আগমন নিয়ে অনেকটাই হতাশা তৈরি হয়েছিল বঙ্গের বিজেপি নেতা কর্মীদের মধ্যে। কিন্তু অবশেষে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাংলার শাসক দল তৃণমূলকে চাপে রাখতে আজ উত্তরবঙ্গের পুরাতন মালদহের নিত্যানন্দপুর মাঠে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

যা নিয়ে প্রবল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ তথা সারা রাজ্যের বিজেপি নেতাকর্মীদের মধ্যে। দলের সর্বোচ্চ সেনাপতির এই সভায় যাতে রেকর্ড সংখ্যক জনসমাগম করা যায় সেই ব্যাপারে বাড়তি সতর্ক দৃষ্টি রাখছে গেরুয়া শিবিরের নেতা কর্মীরা।

জানা গেছে, সোমবার রাত পর্যন্ত অমিত শাহের এই সভার মঞ্চ তৈরির কাজ চলে। ভিড় আটকাতে 15 টি ব্যারিকেড করার পাশাপাশি সভাস্থলে কেউ যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য হেলথ ক্যাম্প, অনুসন্ধান বিভাগ এবং ভিআইপি মেডিকেল ক্যাম্পও করা হয়েছে।

অন্যদিকে অমিত শাহের এই সভাকে ঘিরে যাতে তীব্র যানজট না হয় সেই দিকেও বাড়তি নজর রেখেছে পুলিশ প্রশাসন। সূত্রের খবর, সাহাপুর বাইপাসের বাইরের দুই প্রান্তে পার্কিং জোনও করা হয়েছে। এছাড়াও ইংলিশ বাজারের বাধাপুকুর এবং পুরাতন মালদহের নলডুবি চাকি মোড় – এই দুই শহরের দুই প্রান্তে বাইপাসের মুখ দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের গাড়িগুলি সভাস্থলের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও চাঁচোলের গাড়িগুলি গাজোল হয়ে পুরাতন মালদা এবং কালিয়াচকের তিনটি ব্লক ও মানিকচক ব্লকের গাড়িগুলি বাধাপুকুর বাইপাস হয়ে সভাস্থলের দিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে ঠিক কত কর্মী সমর্থক তাঁদের এই সমাবেশে উপস্থিত হবেন? এদিন এই প্রসঙ্গে মালদা জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, “অমিত শাহের এই সভায় মালদা থেকে 2 লক্ষ জমায়েত হবে।

পাশাপাশি দক্ষিণ ও উত্তর দিনাজপুর থেকেও বহু কর্মী-সমর্থক আসার কথা রয়েছে। আমরা যে লক্ষ্যমাত্রা নিয়েছি তাতে মাঠ ভরে যাবে।” সব মিলিয়ে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর এই সমাবেশে যে আজ অবরুদ্ধ হতে চলেছে গোটা মালদা শহর তা নিঃসন্দেহে বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!