এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > মালদহের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে পদাধিকারীদের নাম রাজ্য নেতৃত্বর উপরেই ছাড়ল তৃণমূল কোর কমিটি

মালদহের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে পদাধিকারীদের নাম রাজ্য নেতৃত্বর উপরেই ছাড়ল তৃণমূল কোর কমিটি

দলীয় অন্তর্কোন্দলে ভবিষ্যতে বিপাকে পড়তে হতে পারে দলকে। আর তাই জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ নিয়ে কোনোরকম রিস্ক নিতে চান না মালদহ জেলার তৃণমূল নেতারা। কর্মাধ্যক্ষ ঠিক করতে এবার নামের তালিকা তৈরি করে তা রাজ্যের অনুমোদনের জন্য পাঠিয়ে দিল জেলা নেতৃত্বরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের পঞ্চায়েত নির্বাচনে এই মালদহ জেলাতে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু দলীয় স্তরে সাফল্য পেলেও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে ঠিক কে কে থাকবেন তা নিয়ে অনেক দিন ধরেই চলছে নানা জল্পনা।

আর এই পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনের আগে জেলা পরিষদে নিজেদের সমস্ত সদস্যকে সন্তুষ্ট রাখতে চায় শাসকদল। এদিকে আগামী 12 ই নভেম্বর এই মালদহ জেলা পরিষদের স্থায়ী সমিতি তৈরির জন্য একটি নির্দেশিকাও জারি করেছে জেলা প্রশাসন। আর এহেন একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বৈঠকে বসে মালদহ জেলা তৃণমূলের ছয় সদস্যের কোরকমিটি।

সূত্রের খবর, এই বৈঠকেই স্থায়ী সমিতির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। জানা গেছে, নটি স্থায়ী সমিতি তৈরীর জন্য প্রত্যেকটির ক্ষেত্রে অন্তত দু’জন করে সম্ভাব্য কর্মাধ্যক্ষের নাম সদস্য হিসেবে রাখা হয়েছে। আর সেই সমস্ত সম্ভাব্য কর্মাধ্যক্ষকে দুটি করে কমিটির সদস্যও করা হয়েছে। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের চাহিদা এবং গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না ঘটে সেই কারণে এবার সেই কর্মাধ্যক্ষ পদ ঠিক করতেই 45 জনের একটি তালিকা জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়ে দিল মালদহের তৃণমূল নেতৃত্ব।

এদিন এ প্রসঙ্গে মালদহ জেলা পঞ্চায়েত কোর কমিটির সদস্য দুলাল সরকার বলেন, “45 জনের নামের তালিকা তৈরি করে শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছি। তিনি যদি ওই তালিকায় কিছু পরিমার্জন করেন তাহলে তা করে অনুমোদন দিলেই আগামী 12 ই নভেম্বর আমরা সেই মতো স্থায়ী সমিতি গঠন করবো।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে এই কোর কমিটির আরেক সদস্য তথা যুব তৃণমূল নেতা অম্লান ভাদুড়ি এদিন বলেন, “এই স্থায়ী সমিতির তালিকা থেকেই কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হবে। তাই যোগ্য ব্যাক্তিদেরকেই সেই কমিটিতে রাখা হয়েছে।” সব মিলিয়ে স্থায়ী সমিতি গঠনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে রাজ্য নেতৃত্বের ওপরই ভরসা রাখছে মালদহের ঘাসফুল শিবিরের নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!