এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার প্রকোপ বাড়ছে , মল্লিকবাড়ির পুজো নিয়ে বড়সড় ঘোষণা কোয়েলের!

করোনার প্রকোপ বাড়ছে , মল্লিকবাড়ির পুজো নিয়ে বড়সড় ঘোষণা কোয়েলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে করোনার প্রকোপ আবার বাড়তে শুরু করেছে। কিছুদিন আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আবারও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগত। এরই মধ্যে আবার সামনে আসছে দুর্গাপুজো। প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুজোর অনুমতি দেওয়া হলেও বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন করোনা বিধিনিষেধ। সাধারণত কলকাতার বুকে বারোয়ারি পূজা মন্ডপের সাথে বিভিন্ন বনেদি বাড়ির পুজাও নজর কাড়ে।

সেরকমই একটি অন্যতম বনেদি বাড়ির পুজো হল মল্লিক বাড়ির পুজো। অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তাঁর কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক দুজনেই এই পুজোয় উপস্থিত থাকেন। দর্শনার্থীরাও শুধু প্রতিমা দর্শনের জন্যই নয়, অভিনেতা-অভিনেত্রীকেও দুচোখ ভরে দেখার জন্য পুজোর ক’দিন মল্লিক বাড়িতে ভিড় জমান। এবছর পূজা নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে, সেখানে ক্লাবের পূজো হোক কিংবা বনেদি বাড়ির পুজো সব জায়গাতেই ভিড় ঠেকানোর প্রস্তুতি শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, বারোয়ারি ক্লাবের পাশাপাশি বনেদী বাড়িগুলোতেও আকর্ষণীয় পূজা হয় এবং সেখানে ভিড় জমান দর্শনার্থীরা। এবছর পরিস্থিতি গুরুত্ব বুঝেই মল্লিক বাড়ির পক্ষ থেকে কোয়েল মল্লিক জানিয়ে দিয়েছেন, বাইরের দর্শনার্থী এবং মিডিয়ার জন্য মল্লিক বাড়ির পুজো এবছর বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে বাড়ির বয়স্ক সদস্য এবং ক্ষুদে সদস্যদের সাবধানতার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তবে সামনের বছর করোনা পরিস্থিতি যদি ঠিক হয়ে যায়, তাহলে আবারও সাধারণের জন্য মল্লিক বাড়ির দরজা খুলে যাবে।

প্রসঙ্গত কিছুদিন আগেই কোয়েল মল্লিক এবং তাঁর সন্তানসহ রঞ্জিত মল্লিক ও তাঁর পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। বেশ কিছু দিন লেগেছিল তাঁদের সুস্থ হতে। তাই এবার কোয়েল মল্লিকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টলিউড থেকে শুরু করে বাংলার জনগণ সবাই। দুর্গাপূজা নিয়ে বিশেষজ্ঞরা এখন থেকেই চিন্তা প্রকাশ করেছেন। এবং তার ওপরে করোনা যেভাবে আবার বাড়তে শুরু করেছে, তার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে আতঙ্ক। পরিস্থিতি কোন দিকে যাবে দুর্গাপুজোয় তা নিয়ে রীতিমতো অঙ্ক কষছেন বিশেষজ্ঞরা। 2020 দুর্গা পুজো নিঃসন্দেহে রাজ্য প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!