এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার হয়ে মোদীকে এ কোন অনুরোধ? হেভিওয়েট বিজেপি নেতার পদক্ষেপে জল্পনা!

মমতার হয়ে মোদীকে এ কোন অনুরোধ? হেভিওয়েট বিজেপি নেতার পদক্ষেপে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। যে ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিহিংসাপরায়ণ হয়ে বাংলার প্রতি এই ধরনের আচরণ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই দাবিকে উড়িয়ে দেওয়া হলেও, এবার হেভিওয়েট বিজেপি নেতা তথাগত রায়ের একটি টুইটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

যেখানে তৃণমূলের সুরে সুর মিলিয়ে বাংলার ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে প্রদর্শন করতে দেওয়া হোক বলে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন এই বর্ষীয়ান বিজেপি নেতা। স্বভাবতই যখন বিজেপি পরিবার এক হয়ে কেন্দ্রের সিদ্ধান্ত সহমত জানাচ্ছে এবং তৃণমূলীকে কটাক্ষ করছে, তখন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই ধরনের অনুরোধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়‌। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার ট্যাবলো প্রদর্শন করা নিয়ে অনুমতি দেওয়ার প্রার্থনা জানান তিনি। এদিন এই প্রসঙ্গে টুইটে তথাগত রায় লেখেন, “প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগঠন আইএনএ ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিল। তার কীর্তি বর্ণিত রয়েছে ট্যাবলোয়।”

স্বভাবতই তথাগত রায়ের এই টুইট ঘিরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। একাংশ বলছেন, এমনিতেই তথাগত রায় মাঝেমধ্যেই রাজ্য বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন। আর এই পরিস্থিতিতে একেবারে তৃণমূলের পালে হাওয়া দিয়ে প্রধানমন্ত্রীর কাছে বাংলার হয়ে ট্যাবলো প্রদর্শন করার অনুরোধ বিজেপিকে আরও চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!