এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মামার বাড়ির আবদার” কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠতেই বিরোধীদের কটাক্ষ তৃণমূল নেতার!

“মামার বাড়ির আবদার” কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠতেই বিরোধীদের কটাক্ষ তৃণমূল নেতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই এই নির্বাচন করতে হবে। রাজ্য পুলিশের উপর যে তারা কোনোমতেই ভরসা রাখতে পারছে না, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন বাম, বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক দলের নেতারা। তবে কমিশনের পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য পুলিশ দিয়েই তারা নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই পরিস্থিতিতে বিরোধীদের পক্ষ থেকে যখন কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে জোরালো আওয়াজ উঠছে, ঠিক তখনই গোটা বিষয় নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন কুনাল ঘোষ। তার দাবি, এটা আসলে মামার বাড়ির আবদার।

প্রসঙ্গত, এদিন কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিরোধীদের বক্তব্য প্রসঙ্গে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “মামারবাড়ির আবদার নাকি! লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেন, তাই সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। তবে পৌরসভা এবং পঞ্চায়েত ভোট রাজ্য নির্বাচন কমিশন করেন। সুতরাং এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে, তাই হবে।”

পর্যবেক্ষকদের মতে, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে হওয়ার কারণে নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। শুধু তাই নয়, ভোট থেকে শুরু করে গণনাপর্বের সময়ও সন্ত্রাস করে অনেক জায়গায় জয়লাভ করেছে তৃণমূল বলে কটাক্ষ বিরোধী নেতাদের। আর এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই নির্বাচন করানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এবার বিরোধীদের সেই দাবিকে খন্ডন করে অন্য যুক্তি স্থাপন করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!