এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা-অভিষেকের পাশাপাশি পোস্টার-ব্যানারে সমান উজ্জ্বল শুভেন্দুও, মেদিনীপুরের পারদ উর্ধমুখী

মমতা-অভিষেকের পাশাপাশি পোস্টার-ব্যানারে সমান উজ্জ্বল শুভেন্দুও, মেদিনীপুরের পারদ উর্ধমুখী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলার রাজনৈতিক মহলে সবথেকে বেশি আলোচ্য বিষয় হল তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব। এই দূরত্ব এতটাই বেড়ে গেছে, যেখানে শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব থেকেও সম্প্রতি অব্যাহতি নিয়েছেন। যদিও তিনি এখনও দলের অন্যতম বিধায়ক এবং প্রাথমিক সদস্য হিসেবে রয়েছেন দলে। শুভেন্দু অধিকারী এবং তৃণমূল শিবিরের মধ্যে যখন টানটান উত্তেজনা, ঠিক সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে সভা করার কথা ঘোষণা করেন। খুব স্বাভাবিকভাবেই এই সভা ঘিরে উত্তেজনা ছিল চরমে।

অন্যদিকে তৃণমূল সুপ্রীমোর সভার কারণে মেদিনীপুর জেলাজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিভিন্ন পোস্টার, ব্যানার, ফ্লেক্স দেখা যেতে শুরু করে। তবে সমভার মমতা ব্যানার্জ্জীর সভা হবার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার দেখা যায় মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পোস্টার এবং ব্যানার রয়েছে শুভেন্দু অধিকারীর নামেও। আর তাই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবার মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছে। কিন্তু এই সভার প্রচার ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কিভাবে মমতা,অভিষেকের ব্যানারের পাশে বিক্ষুব্ধ নেতার ব্যানার এলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

রবিবার রাতে শহরের একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট এর পাশে কিন্তু নজরে পড়ে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স এবং ব্যানার। শহরের কেরানিতলা, কালেক্টরেট মোর, এমনকি কলেজ মাঠে যাওয়ার রাস্তাতেও চোখে পড়েছে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স। প্রসঙ্গত, এই কলেজ মাঠেই আজ তৃণমূল নেত্রীর সভা ছিল আজ। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ফ্লেক্সের নিচে কোথাও দেখা গিয়েছে লেখা, ‘মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী’ আবার কোথাও লেখা দেখা গেছে, ‘মেদিনীপুরের ভূমিপুত্র’। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তারই আগে কিংবা পিছনে শুভেন্দুর নামাঙ্কিত ব্যানার লাগানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা নিয়ে কথা ওঠা শুরু হতেই এক শুভেন্দু অনুগামী পাল্টা প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারী এখনও দলে রয়েছেন। তাই তাঁর নামে এ ধরনের ফ্লেক্স কারা লাগিয়েছে? সম্প্রতি সৌন্দর্যায়নের জন্য মেদিনীপুর পুর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, ফ্লেক্স খুলে দিয়েছিল। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবার কথা মাত্রই মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল নেত্রীর নামে কাট আউট, ফ্লেক্স, ব্যানার চোখে পড়ে। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পুর প্রশাসন মমতার সভার পোস্টার বা ব্যানার লাগানোর জন্যই অন্যান্য রাজনৈতিক দলের যাবতীয় কিছু খুলে দিয়েছে।

যদিও পুর কর্তারা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। অন্যদিকে তৃণমূল নেত্রীর পাশে বিক্ষুব্ধ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ব্যানার থাকার দরুণ রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। তৃণমূলের একাংশের দাবি, শুভেন্দু অনুগামীরাই এ ধরনের কাজ করেছে। মমতা বন্দোপাধ্যায়ের মেদিনীপুরের সভার আগে শুভেন্দু অধিকারীকে মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে তুলে ধরা যে অত্যন্ত সুচিন্তিত কাজ সে ব্যাপারে সন্দেহ নেই কারোর। তবে বিশেষজ্ঞদের মতে, মেদিনীপুর অঞ্চল হল শুভেন্দু অধিকারীর হাতের তালু। বরাবর মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে তৎপর থাকতে দেখা গিয়েছে।

তৃণমূল নেত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব চলে আসার কারণে খুব স্বাভাবিকভাবেই মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কী সফল হবেন, তা নিয়ে কিন্তু এখনো সন্দেহ প্রকাশ করে চলেছে রাজনৈতিক মহল। সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার, ফ্লেক্সের পাশে শুভেন্দু অধিকারীর ব্যানার, ফ্লেক্স থাকা যে অন্যতম ইঙ্গিতবহ ঘটনা, তা নিয়ে বলার কিছুই নেই। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু এখনো নিজের মতামত স্পষ্ট ভাষায় কিছু জানাননি। তিনি এখনও তৃণমূলে রয়েছেন। এই অবস্থায় শুভেন্দু-মমতা জট কবে খোলে, এখন সে দিকেই নজর সবার। তবে মমতা ব্যানার্জ্জী যেরকম জনপ্রিয়তা অর্জন করেছেন, শুভেন্দুও একইরকম জনপ্রিয়। আর সেকথাই প্রকাশ পেয়েছে মেদিনীপুরে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!