এখন পড়ছেন
হোম > রাজনীতি > মমতা আঘাত পাওয়ার পরেই বড় পদক্ষেপ কমিশনের, নেওয়া হল বিশেষ সুরক্ষা ব্যবস্থা!

মমতা আঘাত পাওয়ার পরেই বড় পদক্ষেপ কমিশনের, নেওয়া হল বিশেষ সুরক্ষা ব্যবস্থা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নন্দীগ্রামে পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হতে শুরু করে তৃণমূল কংগ্রেস। তবে যেহেতু এখন নির্বাচন কমিশনের হাতে সব কিছু রয়েছে, তাই কমিশনের বিরুদ্ধে সবথেকে বেশি এই ব্যাপারে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত পাওয়ার পরেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, রাজ্যের হেভিওয়েট প্রচারকদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করতে দেখা গেছে কমিশনকে।

সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রদান করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনো রকমের ঝুঁকি এড়ানোর জন্য তারকা প্রচারকদের সবরকম সিকিউরিটি মেনে চলতে হবে। এমনকি প্রচার করার সময় গাড়ি বা কপ্টার ব্যাবহারেও বেশকিছু নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। শুধু তাই নয়, যে সমস্ত তারকা ভিভিআইপি জেড প্লাস সিকিউরিটি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে তাদের সকলকেই ব্যবহার করতে হবে বুলেটপ্রুফ গাড়ি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ভিভিআইপি আঘাতপ্রাপ্ত হওয়ার পরই এই ব্যাপারে রাজ্যজুড়ে প্রশ্ন তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ব্যাপারে প্রশ্ন তুলে কমিশনকে পাল্টা প্রশ্নবাণে বিদ্ধ করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার এই রকম কোনো ঘটনা যাতে আর পরবর্তীতে না ঘটে, তার জন্যই একগুচ্ছ নির্দেশিকা দিয়ে দিল কমিশন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!