এখন পড়ছেন
হোম > জাতীয় > আসামেও মমতা-ম্যাজিক! বিজেপি বিরোধী আন্দোলনে পাশে পেলেন বিজেপি বিধায়ককেই

আসামেও মমতা-ম্যাজিক! বিজেপি বিরোধী আন্দোলনে পাশে পেলেন বিজেপি বিধায়ককেই


বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমায় এখন কার্যত বিরোধীদল নেই বললেই চলে। কিন্তু বঙ্গের অগ্নিকন্যার এই জাদুতে যে মজে যাবে অসমও তা কল্পনা করতে পারেনি রাজনৈতিক মহলও। কিন্তু এই অসম্ভব বাস্তবেরই চরম নিদর্শন দেখা গেল অসমে।

প্রসঙ্গত উল্লেখ্য, অসমের তিনসুকিয়ায় 5 বাঙালি নিধনে দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। আর এই ঘটনার পরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। দুর্গতদের পাশে দাঁড়াতে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের একটি প্রতিনিধিদল অসমে পৌঁছে যায়। যে প্রতিনিধি দলে ছিলেন, সাংসদ ডেরেক ও’ ব্রায়ান, মমতাবালা ঠাকুর নাদিমুল হক এবং বিধায়ক মহুয়া মৈত্র।

জানা যায়, এদিন অসমে গিয়ে নিহত ব্যক্তিদের পরিবার পরিজনদের পাশে সাথে দেখা করেন তৃণমূলের এই প্রতিনিধিদলের সদস্যরা। আর আশ্চর্যজনকভাবে যখন তৃণমূলের এই সদস্যরা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন ঠিক তখনই সেখানে হাজির হলেন অসমেরই বিজেপি বিধায়ক বোলিন চেটিয়া। এমনকি শুধু উপস্থিতই নয়, রীতিমত অসমের এগ বাঙালি নিধন ইস্যুতে তৃণমূল সাংসদদের সুরে সুরও মেলান তিনি।

সূত্রের খবর, আগামী শীতকালীন অধিবেশনে সংসদে এই অসমের বাঙালি নিধন কাণ্ডে সরব হওয়ার পাশাপাশি এই ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন তৃণমূল নেতারা। পাশাপাশি এই ঘটনায় নিহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে সাহায্য করারও ঘোষণা করেন এই তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।

এদিন এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা নিহতদের পরিবারকে জানিয়েছি যে, বাংলা সব সময় আপনাদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনায় চরম উদ্বিগ্ন।” কিন্তু তৃণমূলের এই প্রতিনিধিদলে হঠাৎ তিনি যোগ দিলেন কেন?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এ প্রসঙ্গে সেই আসামের বিজেপি বিধায়ক বোলিন চেটিয়া বলেন, “এখন রাজনীতির সময় নয়। তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে স্বজনহারা মানুষদের পাশে দাঁড়াতে এসেছি।” রাজনৈতিক মহলের মতে, দলীয় বিধায়ক যাই বলুন না কেন প্রবল প্রতিপক্ষ হিসেবে পরিচিত তৃণমূলের সদস্যরা অসমের নিহতদের পাশে দাঁড়ালে সেখানে বিজেপি বিধায়কও যোগ দেওয়ায় এখন প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!