এখন পড়ছেন
হোম > রাজ্য > কৃষকদের পেনশন এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে উৎসবের মরশুমে খুশির বার্তা মুখ্যমন্ত্রীর

কৃষকদের পেনশন এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে উৎসবের মরশুমে খুশির বার্তা মুখ্যমন্ত্রীর

কৃষকদের পেনশনের পরিমাণ ও পেনশনের সুবিধা প্রাপকদের সংখ্যাবৃদ্ধির সুখবর জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের কৃষি দফতর। রাজ্য বাজেটে এই বিষয়ে আগেই ঘোষণা হলেও এতদিনে তা কার্যকর হওয়ার পথে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যাচ্ছে কৃষকদের মাসিক পেনশন ৭৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০০ টাকা হচ্ছে।  এতদিন পেনশন প্রাপকের সংখ্যা ছিল ৬৯ হাজার ৪৪০ জন তা বৃদ্ধি পেয়ে মোট এক লক্ষ হচ্ছে। এক বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে জানা যাচ্ছে চলতি আর্থিক বছরের প্রথম দিন ১ লা এপ্রিল থেকেই নতুন ব্যবস্থা লাগু হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঐ সংবাদমাসধ্যম সূত্রে আরোও জানা যাচ্ছে কৃষক পেনশনের সুবিধা প্রাপ্তির জন্যে কৃষকদের বয়েস ৬০ বছর হতে হবে। এবং এই বয়সের কৃষকেরাই পেনশনের জন্যে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হয়েছে। ছোট ও প্রান্তিক চাষি, ভাগ চাষি এবং কৃষি শ্রমিকর সকলেই পেনশনের জন্যে আবেদন করতে পারেন। জানা যাচ্ছে রাজ্য সরকারের এই খাতে সীমিত অর্থ বরাদ্দ থাকার জন্যে বহু আবেদনকারী কৃষকেই এই সুবিধা থেকে বঞ্চিত করতে হয়েছিলো সরকারকে। মুখ্যমন্ত্রীর এই নতুন পদক্ষেপে  বহু কৃষকেরই প্রভুত উপকার হবে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!