এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে পরিবর্তন ঘটাতে এবার নতুন দল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মমতার প্রাক্তন সৈনিক

রাজ্যে পরিবর্তন ঘটাতে এবার নতুন দল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মমতার প্রাক্তন সৈনিক

রাজনৈতিক হাতে খড়ি তৃণমূল কংগ্রেস দলে। দলীয় মনোনয়নে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করলেও অল্প দিনের রাজনৈতিক জীবনে জয়লাভ করতে পারেন নি তিনি। সম্প্রতি সিকিমের উন্নয়নের জন্যে তৃণমূল কংগ্রেস দল থেকে সদস্য পদ প্রত্যাহার করে নিজের দল গঠন করলেন কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। চলতি সপ্তাহে বৃহস্পতিবার পশ্চিম সিকিমের দারামদিন ( পবিত্র দিন) তাঁর নতুন দল  ‘হামারো সিকিম’ পার্টির আত্মপ্রকাশ হলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন দলের প্রতিষ্ঠার পরে মন্দিরে পুজো দিয়ে তিনি তাঁর স্বপ্নের কথা জানালেন। প্রকাশ্যে বললেন তাঁর তৃণমূল কংগ্রেস দল ত্যাগের কারণ এবং নতুন দল প্রতিষ্ঠার উদেশ্য। সিকিমের প্রাক্তনমন্ত্রী আর বি সুব্বার সঙ্গে জোট বেঁধে বাইচুং এই ‘হামারো সিকিম’ পার্টি প্রতিষ্ঠা করলেন। সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী পবন চামলিং এর দল  সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টএর একছত্র ক্ষমতার অবসান ঘটিয়ে সিকিমের সর্বাঙ্গীন উন্নয়ন সাধন করতেই বাইচুং এর নিজের দল প্রতিষ্ঠা বলে জানা গেলো। ২০১৯ সালে সিকিমে বিধানসভা নির্বাচন। ঐ নির্বাচনেই বর্তমান শাসক দলের অবসান ঘটাতে আগ্রহী ভারতীয় এই ফুটবলার। এদিনের বাইচুং এর নতুন দলের প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রায় ১০ হাজার মানুষ। প্রসঙ্গত পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন জানিয়ে বিতর্ক বাড়ার পরবর্তীতে তিনি পশ্চিমবঙ্গ থেকে সিকিমে গিয়ে নতুন দল গঠনের প্রস্তুতি নেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!