এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বড়সড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, শিক্ষায় সুদিন কি শীঘ্রই ফিরছে?

শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বড়সড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, শিক্ষায় সুদিন কি শীঘ্রই ফিরছে?

শিক্ষাক্ষেত্রে রাজ্যের মানোন্নয়নের জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তাঁর মন্ত্রীসভার সদস্যরা বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। রাজ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন  বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এবং আরও একাধিক বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের মন্ত্রী সভার বৈঠকে আরও ৫টি নতুন বিশ্ববিদ্যালয় নির্মান করার বিষয়ে স্থির হয়েছে। সেই পরিকল্পনা মতো জানা যাচ্ছে, আগামী ২ রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে পূর্ব মেদিনীপুরে তাঁর নামে একটি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এছাড়াও জানা যাচ্ছে রাজ্যের আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে একটি করে বিশ্ববিদ্যালয় তৈরী হবে। সরকার রাজ্যের ২৩ টি জেলায় মোট ২৮টি বিশ্ববিদ্যালয়  স্থাপন করেছে। এই প্রথম জাতির জনকের নামে কোনো বিশ্ব বিদ্যালয় হতে চলেছে। রাজ্য সরকার মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ নিয়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে সেইসব পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্যে। এই বছর জেলায় জেলায় বিশেষ উদ্যোগ নিয়ে গান্ধী জয়ন্তী পালন করা হবে বলেও জানা গিয়েছে । এইদিন পালনের জন্যে স্কুল-কলেজে নানা প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থাও করা হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!