এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন পালক মুখ্যমন্ত্রীর মুকুটে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনির দায়িত্ত্ব পেল রাজ্য সরকার

নতুন পালক মুখ্যমন্ত্রীর মুকুটে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনির দায়িত্ত্ব পেল রাজ্য সরকার

রাজ্য সরকারের কাঁধে এলো নতুন দায়িত্ব। যেমন তেমন দায়িত্ব নয় একেবারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনির দায়িত্ব পেল রাজ্য সরকার। দীর্ঘ তিন বছরের লড়াইয়ের পর বীরভূমের দেওচা-পাঁচামি কয়লাখনির দায়িতে রাজ্যের হাতে তুলে দিলো কেন্দ্র সরকার। এদিন কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের নিষেধাজ্ঞা খারিজ হওয়ার পরেই সোস্যাল মিডিয়ায় নিজের আনন্দের বহিঃপ্রকাশ করলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বললেন, “তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বীরভূম জেলার দেওচা পাঁচামি হরিণসিংহ দেওয়ানগঞ্জ কয়লাখনির নির্দিষ্ট স্বত্ব পেল রাজ্য। এর ফলে সবমিলিয়ে বীরভূম ও লাগোয়া জেলা-সহ গোটা রাজ্যেই ব্যাপকভাবে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে এর মধ্যেই।” মুখ্যমন্ত্রীর মতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই কয়লাখনিতে আনুমানিক ২১০ কোটি ২ লক্ষ টন কয়লা মজুত রয়েছে। এই প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়িত হলে সংলগ্ন এলাকায় ক্ষাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের পর্যাপ্ত সম্ভবনা সৃষ্টি হবে। নবান্ন সূত্রে জানা গেলো বীরভূমের মহম্মদবাজারে প্রায় ১২ হাজার কোটি টাকা লগ্নি হবে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!