এখন পড়ছেন
হোম > রাজ্য > কেজরিয়ালে উদ্বুদ্ধ হয়ে আবার কি মমতার ‘হাত’ ধরতে চলেছেন বাইচুং ভুটিয়া?

কেজরিয়ালে উদ্বুদ্ধ হয়ে আবার কি মমতার ‘হাত’ ধরতে চলেছেন বাইচুং ভুটিয়া?


রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিলো তৃণমূল কংগ্রেসে যোগদানের মাধ্যমে। যদিও তিনি সাংসদ বা বিধায়ক কোনো পদই অলংকৃত করতে সক্ষম হননি। সম্প্রতি তাঁর রাজনৈতিক জীবনের প্রথম পাঠশালা তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করলেন প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। তাঁর বর্তমান পরিকল্পনা মাতৃভূমি সিকিমের উন্নয়নের জন্যে কোনো কাজ করা। এই উদ্দেশ্যেই আগামী বৃহস্পতিবারই নিজের দল ‘‌হমরো সিকিম পার্টি’‌-‌র আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন কিংবদন্তি ফুটবলার বাইচুং। তিনি জানালেন আলাদা দল গঠন করলেও অবিজেপি জোটের শরিক হতে এই মুহূর্তে তিনি রাজী ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে তাঁর মূল লক্ষ্য ২৫ বছর ক্ষমতায় আসীন সিকিমের বর্তমান শাসকদল সিকিম ডেমোক্র‌্যাটিক ফ্রন্টকে (‌এসডিএফ)‌ কে প্রাস্ত করা। এই প্রসঙ্গে ৪১ বছর বয়েসী জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার বললেন, ” তৃতীয় ফ্রন্টে যোগ দেওয়ার পথ খোলা রাখছি। তবে সিকিমের দুর্নীতিগ্রস্ত সরকারে পরিবর্তন আনাই আমাদের মূল কাজ। তার জন্য আমাদের দলকে মজবুত করে গড়ে তুলতে হবে।’‌’ জানা গেলো আম আদমি পার্টি (‌আপ)‌-‌র অনুপ্রেরণায় গঠিত হচ্ছে তাঁর দল ‘‌হমরো সিকিম পার্টি’‌। তিনি বললেন, “দিল্লির সঙ্গে তুলনা করলে সিকিমকে সেই অর্থে গণতান্ত্রিক রাজ্য বলা চলে না। রাজ্যের মানুষ নিজেদের অসুবিধের কথা জোর দিয়ে বলতে পারেন না। বলতে গেলেই সরকারের হেনস্থার শিকার হন। সেক্ষেত্রে গণতন্ত্রের পরিমণ্ডল ফেরানো বড় চ্যালেঞ্জ।’‌’ জানা গেলো সিকিমের প্রধান দুটি সমস্যা কর্মসংস্থানের অভাব এবং সাধারণ মানুষের মাদকাসক্তির প্রবণতা এই দুইয়ের বিরুদ্ধে লড়াই করাই নব গঠিত দলের প্রাথমিক পর্যায়ের কাজ। নিজের দল নিয়ে যথেষ্ট আশাবাদী বাইচুং।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!