এখন পড়ছেন
হোম > রাজ্য > দৌলতাবাদের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী রওনা দিলেন মুর্শিদাবাদের উদেশ্যে

দৌলতাবাদের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী রওনা দিলেন মুর্শিদাবাদের উদেশ্যে


মুর্শিদাবাদের দৌলতাবাদের ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন দৌলতাবাদের উদেশ্যে।নবান্ন সূত্রের খবর,গোটা ঘটনার পর্যবেক্ষণের উদেশ্যে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নানান দলীয় কর্মীরা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।প্রসঙ্গত মুর্শিদাবাদের দৌলতাবাদে ব্রিজের রেলিং ভেঙে বাস পাশের নদীতে পরে যাওয়ায় মৃতের সংখ্যা কমপক্ষে দাঁড়িয়েছে ৭ জন।গোটা ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে এক বিশৃঙ্খলার বাতাবরণ।বাসটিকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি।উদ্ধার করবার জন্য কলকাতা থেকে আনা হচ্ছে ডুবুরি এবং তাছাড়া নৌকার ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল,সোমবার মুখ্যমন্ত্রীর হাত থেকে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের দেওয়া হবে বাড়ির নথিপত্র।কিন্তু সরকারি কর্মসূচির কাটছাট করে তিনি রওনা দেন মুর্শিদাবাদের উদ্যেশে।পাশাপাশি তিনি জানান,উদ্ধারকার্যের জন্য যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকার ক্ষতিপূরণের আশ্বাস দেয় মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!