“মমতাজি আপনিই টার্গেট” বিস্ফোরক কৈলাশ বিজয়বর্গীয় রাজ্য May 7, 2018 এদিন হাওড়ার বাগনানে একটি সভায় যোগ দিলেন বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে,“মমতাজি আপনিই টার্গেট। হিংসা আটকান। নাহলে দেশের কোথাও যেতে পারবেন না।” পাশাপাশি তিনি এদিন আরো বলেন যে,বিজেপিকে বাঁচানো, বাংলার সংস্কৃতিকে বাঁচান-র শপথ নিয়েছে বিজেপি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এর জন্য কোনোভাবেই হিংসার জবাব হিংসার পথে দেবে না বিজেপি তবে ও স্পষ্ট করেছেন যে তার জন্য এটা ভাবার প্রয়োজন নেই যে বিজেপি কমজোর। সাথে মমতা বান্ধোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে,যেদিন আমরা ঠিক করব, হিংসার জবাব হিংসার মাধ্যমে দিতে হবে তখন মমতাজি সবথেকে বেশি মুশকিলে পড়বেন। আপনার ক্ষমতায় এই একটি রাজ্যেই আছে। বিজেপি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে। আমরা ছোটোখাটো কার্যকর্তাদের উপর হামলা করব না। মমতাজি আপনাকেই টার্গেট বানাব। দেশের কোথাও যেতে পারবেন না। আগেভাগে হুঁশিয়ারি দিচ্ছি, হিংসা আটকান।” দলীয় কর্মীদের উপর আস্থা রেখে এদিন তিনি কর্মীদের বলেন, “হিংসার রাজনীতি রোখার একটাই পথ আছে। সেটা হচ্ছে ভোট। একটা ভোট। আপনারাও হিংসার রাজনীতি আটকানোর চেষ্টা করুন।” আপনার মতামত জানান -