এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা বন্দোপাধ্যায় পেলেন এবার যোগ্য জবাব মুখ্য নির্বাচন কমিশনারের থেকে

মমতা বন্দোপাধ্যায় পেলেন এবার যোগ্য জবাব মুখ্য নির্বাচন কমিশনারের থেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচন আট দফায় যে হচ্ছে, তা আগেই ঘোষণা করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু এই 8 দফার নির্বাচন নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে কাজ করছে, সেই অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। আর এবার সব রকম অভিযোগের উত্তর দিতে সামনে এলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও বাংলায় আট দফা নির্বাচন নিয়ে মুখ খুলেছেন।

বাংলার সাথেই ভোট হবে আরও চারটি রাজ্যে। তার মধ্যে তামিলনাড়ুতে কিন্তু 234 টি আসন। সেখানে কিন্তু এক দফাতেই ভোট পর্ব সম্পন্ন হচ্ছে। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠেছে, তামিলনাড়ুর ক্ষেত্রে এক নিয়ম, বাংলার ক্ষেত্রে অন্য কেন? বাংলার জন্য 8 দফা নির্বাচন পর্ব কেন? আর এ প্রসঙ্গেই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে বড়োসড়ো বেশ কিছু অভিযোগ। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও 7 দফা আয়োজন করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

2020 সালের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট এবং কয়েকটি আইন শৃঙ্খলাজনিত তথ্য এবং রাজ্যের বিরোধী সমস্ত দলের তরফে যে ফিডব্যাক পাওয়া গিয়েছিল, তা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আট দফায় হবে। এক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙেপড়া ইস্যুকেই বড় করে তুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব সংক্রান্ত অভিযোগ করা হয়। প্রশ্ন ওঠে তাঁর নিরপেক্ষতা নিয়ে।

এদিন সেই অভিযোগের ভিত্তিতে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের পাশে দাঁড়িয়েছেন সুনীল অরোরা। পাশাপাশি তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের সমস্ত অফিসাররাই আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন। বিশেষজ্ঞরা মনে করছেন, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা তাঁর বক্তব্যের মাধ্যমে রাজ্যের তৃণমূল সরকারকে বেশ কড়া জবাব দিলেন। তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করে আসছিলেন এতদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা যে মোটেই ধোপে টিকবে না, সে কথা বুঝিয়ে দিলেন তাঁকে মুখ্য নির্বাচন কমিশনার। অতএব 8 দফা নির্বাচনের নির্দেশ মেনেই বাংলায় একুশের বিধানসভা নির্বাচন হতে চলেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!