এখন পড়ছেন
হোম > অন্যান্য > মমতা মুখ খুললেই ৫০ হাজার ভোট কমে? পিকেকে সামনে রেখে একি ‘ফাঁস’ করলেন তথাগত? তোলপাড় রাজ্য

মমতা মুখ খুললেই ৫০ হাজার ভোট কমে? পিকেকে সামনে রেখে একি ‘ফাঁস’ করলেন তথাগত? তোলপাড় রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে বিজেপির কাঙ্ক্ষিত জয়ের পরে মুখ্যমন্ত্রী পদে কে আসবেন সেই নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় কিছুদিন আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এখনই কাউকে তুলে না ধরলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান তারা। সেই নিয়ে ইতিমধ্যে সোশাল মিডিয়ায় বেশ বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছিল বর্তমান শাসক দলের কিছু মানুষকে। তবে সেই নিয়ে মুখ না খুললেও ফেসবুকে ‘তথাগত রায় ফর সিএম’ এই নামে পেজ খোলা নিয়ে সেইসময় শুরু হয় জল্পনা।

প্রসঙ্গত উল্লেখ্য, পরাধীন ভারতে জন্ম হওয়া এই রাজনীতিবিদ ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার গভর্নর হিসেবে এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে ২০২০ সাল পর্যন্ত নিজের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন তিনি। এছাড়া বিজেপি জাতীয় নির্বাহী হিসেবেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিভাগের একজন অন্যতম প্রধান হিসাবে এবং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রফেসর হিসেবে তিনি পরিচিত। তবে সম্প্রতি বিজেপি নিজেদের দলে এহেন ব্যক্তিত্বকে পেয়ে যে যোৎপরণাই খুশি সেকথা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সম্প্রতি নিজের স্বভাববিরুদ্ধ এক কাজের খাতিরে বিতর্কে জড়িয়েছেন এই তথাগত রায়। বস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এমন অনেক অযাচিত শব্দই বিরোধীরা নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। নিজেদের প্রচারে সেই কথার মধ্যে থেকে কিছু কিছু কথায় হাসির রোল না উঠলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন অযাচিত আচরণে বিরোধীরা যে সুযোগ ছেড়ে দেওয়ার পাত্র নন, সেটা বলাই বাহুল্য। তাই একুশের ভোটে নিজেদের জায়গা পাকা করে নিতে এবং বিরোধীদলের অক্ষমতাকে বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোই হাতিয়ার করে তুলেছেন তাঁরা।

তবে এরই মাঝে তথাগত রায় নিজের স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেলেছেন বলেই মনে করছেন অনেকে। যা কিনা গেরুয়া শিবিরে তাঁর আগমনের বিস্ময়কর পদক্ষেপ হিসেবে সম্প্রতি পরিচিত। ঘটনা হচ্ছে, এই দিন নিজের টুইটে তথাগত রায় লেখেন প্রশান্ত কিশোর মমতার অত্যন্ত নির্ভরযোগ্য এবং ঘনিষ্ঠ পরামর্শদাতা হলেও সম্প্রতি নাকি তিনি একেবারেই চান না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলুন। তার কারণ মুখ খুললেই তিনি এমন কিছু অর্থহীন হাস্যকর কথা বলবেন যাতে বিরোধীদলের ৫০ হাজার ভোট এমনিতেই কমে যাবে।

তাই প্রশান্ত কিশোর চান মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত চুপ করে থাকুন। তবে এখানেই থেমে থাকেননি তিনি। এরপর সুধীন্দ্রনাথ দত্তের কবিতার একটি লাইন উদ্ধৃত করেও তিনি কটাক্ষ করেছেন শাসক দলকে। তবে যদিও তথাগত রায়ের এহেন কাজে সম্প্রতি শাসক দলের তরফে কোন প্রতিক্রিয়া দেখা যায়নি, তবুও আদৌ সেই প্রতিক্রিয়া কথাতে না কাজে ফেরত আসবে, সেটা নিয়েই আপাতত জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!