এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন কে? জেনে নিন

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন কে? জেনে নিন


2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল আশানুরূপ না হওয়ার কারণে আসন্ন 2021 সালের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির কিছুটা আগাম আশা করেই দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে প্রখ্যাত নির্বাচনী রণনীতি কার প্রশান্ত কিশোরকে তৃণমূলের বৈতরণী পার করার দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রশান্ত কিশোরকে নিজের দলের সাংগঠনিক হাল ফেরানোর দায়িত্ব দেওয়ার পরেই বিধানসভা উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি যেখানে গত লোকসভা নির্বাচনে অনেক ভোটে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি, সেইখানে জয়যুক্ত হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

শুধু তাই নয়, খড়গপুর, কালিয়াগঞ্জের পাশাপাশি গত লোকসভা নির্বাচনে যে করিমপুর আসনে মাত্র 10 হাজার ভোটে পিছিয়ে ছিল বিজেপি, সেখানে গত লোকসভা নির্বাচনের তুলনায় জয়ের ব্যবধান অনেকটাই বাড়াতে পেরেছে ঘাসফুল শিবির। এবার তাই দুই হাজার কুড়ি সালের আসন্ন পৌরসভা নির্বাচন যেই নির্বাচনকে আসন্ন বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা, সেই নির্বাচনে প্রশান্ত কিশোরের উপরেই ভরসা রাখতে চায় তৃণমূল কংগ্রেস বলে খবর।

কারণ ইতিমধ্যেই দিদিকে বলো কর্মসূচির মতো কর্মসূচি গ্রহণ করে এবং উপনির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন হয়ে উঠেছে প্রশান্ত কিশোর। এমনটাই মনে করছে তৃণমূল সূত্র। আবার একাংশের মতে, যখন বর্তমান বিজেপি নেতা মুকুল রায় তৃণমূল কংগ্রেসের ছিলেন, তখন কার্যত তৃণমূলের চাণক্য হিসেবে কাজ করতেন মুকুলবাবু। ছোট থেকে বড় বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জিং মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তৃণমূলের প্রাক্তন second-in-command।

আর সেই মুকুলবাবু ভারতীয় জনতা পার্টিতে চলে যাওয়ার পরে তার শূন্যস্থান পূরণ করার মত কেউ ছিল না। প্রশান্ত কিশোরের রূপে যেন সেই শূন্যস্থান পূরণ হয়েছে বলে বিশেষজ্ঞদের থেকে মনে করা হচ্ছে। তাই বিগত বিধানসভা উপনির্বাচনে যে রাস্তায় হেঁটে জোড়া ফুল শিবিরকে জয়ের পথ দেখিয়েছে প্রশান্তবাবু, আগামী দিনেও সেই পথে হাটতে চায় তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে, আগামী পৌরসভা ভোটের রূপরেখা থেকে শুরু করে প্রার্থী বাছাই, টিকিট বিতরণ সবকিছুর সিদ্ধান্তই নির্ভর করছে প্রশান্ত কিশোরের উপরে। আর সেই নিয়ে রীতিমতো প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দিয়েছে টিম পিকে। জানা যাচ্ছে, নির্বাচনে বিজ্ঞান সম্মতভাবেই সমস্ত প্রার্থীদেরকে বাছাই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন প্রশান্ত কিশোর।

শুধু তাই নয়, আগামী দিনে প্রশান্ত কিশোরের রণনীতি অনুসারে তৈরি করা প্রার্থী তালিকাতে সম্মতি জানাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগে যেমন তৃণমূল কংগ্রেসের দেখা যেত বড় বা মেজ নেতাদের পছন্দসই হলেই পৌরসভা কিংবা পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাওয়া সম্ভব হত, এবার কিন্তু তা হচ্ছে না। প্রার্থী হতে গেলে দলীয় পদপ্রার্থীকে কি, কি যোগ্যতা সম্পন্ন হতে হবে, সেই যোগ্যতা ইতিমধ্যেই স্থির করে দেওয়া হচ্ছে টিম পিকের তরফ থেকে।

এমনকি ভাবি প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং এলাকার মানুষের মনোভাব বোঝার জন্য পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন ব্লক স্তরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরের টিমকে। কোন নেতা তার নিজের এলাকায় কত জনপ্রিয়, সেদিকেও নজর রাখছে টিম। এলাকায় খোঁজখবর করে ভূতপূর্ব কাউন্সিলররা কেমন কাজ করেছে, জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কত, সেই পূর্ব কাউন্সিলরকে পুনরায় টিকিট দিলে সে জয়যুক্ত হতে পারবে কিনা, ইত্যাদি খোঁজখবরও পুরোমাত্রায় নিতে শুরু করা হয়েছে।

আগামী দিনে সমস্ত তথ্যের ভিত্তিতে জয়ের ব্যাপারে 100% নিশ্চিত হওয়ার পরেই যে কোনো প্রার্থীকে বাছাই করবে প্রশান্ত কিশোর। আর বাছাই করা সেই প্রার্থীর নামেই সম্মত হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত দিনে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ ছিল জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া।

প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের হয়ে মাঠে নামার পর থেকেই তৃণমূলকে পুরনো সেই জনসংযোগের রাস্তায় নেমে কাজ করতে হচ্ছে। তাতে করে অনেক মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন তৃণমূল নেতারা। আগামী দিনে এই পথে চললে ভারতীয় জনতা পার্টিকে টেক্কা দিতে পারবে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছেন দলীয় নেতারা। এখন পরবর্তী পরিস্থিতি জল কোনদিকে গড়ায়! সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!