এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ ফের মমতাকে ফোন অমিত শাহের, জেনে নিন বিস্তারিত

আজ ফের মমতাকে ফোন অমিত শাহের, জেনে নিন বিস্তারিত


ঘূর্ণিঝড়় আমফানের তাণ্ডব নিয়ে আগে থেকেই বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা কর হয়েছিল। সেই আশঙ্কার কথা পৌঁছেছিল দিল্লির কাছেও। এমনিতে রাজ্যের সাথে কেন্দ্রের সম্পর্ক ভালো নয়, তার মধ্যে রাজনীতি ভুলে মোকাবিলায় রাজ্য – কেন্দ্র একসাথেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। অমিত শাহ মুখ্যমন্ত্রীকে বুধবার ফোন করে আশ্বাস দিয়েছিলেন যে, ঘূর্ণিঝড়় আমফান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যগুলিকে সম্ভাব্য সব রকমের সাহায্য করা হবে। বাদ যাবেনা পশ্চিমবঙ্গও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বুধবার রাতে দানবীয় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়় আমফান। লন্ডভন্ড হয়েছে বাংলা। আর এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়় আমফান আঘাত হানার পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।

 

ঘূর্ণিঝড়় আমফান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যগুলিকে সম্ভাব্য সব রকমের সাহায্য করা হবে। সাথেই অমিত শাহ আশ্বাস দিয়েছেন যে, “কেন্দ্র ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতি নিরবচ্ছিন্ন ভাবে পর্যবেক্ষণ করছে। প্রত্যেকটি দেশবাসীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরকার প্রতিশ্রুতি বদ্ধ। এনডিআরএফ-এর টিম ইতিমধ্যেই মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে। তিনি পশ্চিমবঙ্গ ও ওড়িশানর মানুষের কাছে আবেদন জানিয়ে বলেছেন, তাঁরা যেন ঘরের মধ্যে থাকেন এবং নির্দেশিকা অনুসরণ করেন।”প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কথা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!