এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা প্রধান ‘শত্রু’, বিজেপি নিয়েও অবস্থান স্পষ্ট করে লড়াইয়ের ডাক অধীর চৌধুরীর

মমতা প্রধান ‘শত্রু’, বিজেপি নিয়েও অবস্থান স্পষ্ট করে লড়াইয়ের ডাক অধীর চৌধুরীর


বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে পূর্ব পরিকলনা মতো জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করলেন  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সহ আগামী নিজের দলের কার্য পদ্ধতি নিয়ে বিশদে আলোচনা হয় বলে জানা গিয়েছে। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানেই তিনি জানালেন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকে অভিজ্ঞতা অর্জন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি কে পরাস্ত করতে কংগ্রেস  রাজ্যে ধর্ম নিরপেক্ষ জোট করে আন্দোলনে নামতে চলেছে। এদিন একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমন করে তিনি বললেন , ” উনি সর্বভূক। একাই সব খেতে চায়। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনই তাঁর জলজ্যান্ত নমুনা।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধিতে কেন্দ্র ও রাজ্যকে একই তীরে বিদ্ধ করে তিনি বললেন, “দিল্লি, গোয়ায় ডিজেলের দাম কম। অথচ এরাজ্যে হু হু করে বাড়়ছে পেট্রল, ডিজেলের দাম। রাজ্য চাইলেই দাম কমাতে পারে। অথচ রাজ্যবাসীর ভালো চায় না বলেই মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন না।” তিনি জানালেন চলতি মাসের ২৬ তারিখে  এর প্রতিবাদে কংগ্রেস রাজ্যজুড়ে আন্দোলন করবে। বুধবার কর্ণাটকে কংগ্রেস – জেডিএস জোটের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর’র শপথ গ্রহণ অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়ে কুশল বিনিময় করতে দেখা গিয়েছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে। এদিন সেই প্রসঙ্গ উত্থাপন করে অধীর বাবু বললেন, ”মমতা যত হুঙ্কারই করুক না কেন, কংগ্রেসের পা ধরেই ওঁকে সারাজীবন থাকতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!