এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দিদির কথা রাখল ভাই কেষ্ট, বীরভূমে বিরোধীশূন্য বোর্ড গঠন করতে চলেছে তৃনমূল

দিদির কথা রাখল ভাই কেষ্ট, বীরভূমে বিরোধীশূন্য বোর্ড গঠন করতে চলেছে তৃনমূল

তিনি পারেন না, এমন কোনো কাজই নেই। আর তাইতো এবার অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে বিরোধীশূন্য বীরভূম জেলাপরিষদ প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছেন বীরভূমের ভাই “কেষ্ট”। কখনও চড়াম চড়াম ঢাক, তো কখনও রাস্তায় উন্নয়ন দাড়িয়ে থাকা এইসব কথা বলে এই বীরভূম জেলায় বিরোধীদের কার্যত একঘরে করে দিয়েছিলেন বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মন্ডল। সেইমত এবারে এই বীরভূমে জেলাপরিষদের 42 টি আসনের মধ্যে মাত্র 1 টি আসনে বিরোধী হিসাবে প্রার্থী দিয়েছিল বিজেপি। তবে পরে সেই মনোনয়ন প্রত্যাহার করে ওই বিজেপি প্রার্থীও যোগ দেয় তৃনমূলে। ফলে কার্যত বিরোধীশূন্য এই বীরভূম জেলাপরিষদ।

ইতিমধ্যেই এই বীরভূমের জেলাপরিষদের সভাধিপতির নামও ঘোষনা করেছে তৃনমূল। এবারও সভাধিপতি হচ্ছেন সেই বিকাশ রায়চৌধুরী। আপরদিকে সহকারি সভাধিপতি হচ্ছেন নন্দেশ্বর মন্ডল। জানা গেছে, আজ এই 42 জন সদস্য শপথগ্রহন করবেন। যেখানে এই জেলাপরিষদের নবনির্বাচিত সদস্য বিপ্লব ওঝা সভাধিপতি হিসাবে বিকাশ রায়চৌধুরীর নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানাবেন আরেক সদস্য বিশ্ববিজয় মাড্ডি। অপরদিকে সহ সভাধিপতি হিসাবে নন্দেশ্বর মন্ডলের নাম প্রস্তাব করবেন করিম খান। ইতিমধ্যেই এই শপথগ্রহন অনুষ্টানকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি।

সূত্রের খবর, শপথ শেষে পরিষদ লাগোয়া জেলা স্কুলের মাঠে একটি জনসভা হওয়ার কথা রয়েছে। যে অনুষ্টানে উপস্থিত থাকবেন জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল, জেলার দুই বিধায়ক তথা মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিংহ সহ অন্যান্যরা। কিন্তু অতীতে যা কখনও সম্ভব হয়নি, তা ঠিক কিভাবে সম্ভব হল? তাহলে কি এই বিরোধীশূন্য জেলাপরিষদ দখলের পেছনে রয়েছে অনুব্রত ম্যাজিক?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলাপরিষদের হবু সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, “সোনার বীরভূম গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই নির্দেশ পালন করছেন সকলের প্রিয় অনুব্রত মন্ডল। এখন বীরভূম জেলাপরিষদ রাজ্যসেরা। তাই আগামী পাঁচবছর এই জেলাপরিষদের উন্নয়নে আরও বেশি করে কাজ করতে চাই আমরা।” সব মিলিয়ে বীরভূমে বিরোধীশূন্য জেলাপরিষদ গঠন করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখলেন অনুব্রত মন্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!