এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের শুরুতেই চমক – নেমেই ছুটলেন অসুস্থ বাজপেয়িকে দেখতে

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের শুরুতেই চমক – নেমেই ছুটলেন অসুস্থ বাজপেয়িকে দেখতে


প্রধানমন্ত্রীর আমন্ত্রনে এদিন দিল্লীর উদ্দেশ্যে রওনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এনডিএ সরকাররে সম্ভাব্য শেষ নীতি আয়োগ বৈঠকে অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও কেন্দ্রীয় সরকার আমন্ত্রন জানায়। আর সেই নিয়ে প্রথমে অমত প্রকাশ করলেও শেষমেশ মত বদল করেন তিনি। আর সেইমতো নীতি আয়োগ বৈঠকে যোগ দেবার জন্য এদিন তিনি দিল্লি উড়ে গেলেন আর দিল্লি পৌঁছে চমকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি চলে গেলেন এইমসে ভর্তি অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেখতে। মুখ্যমন্ত্রী এদিন এইমসে গিয়ে আইসিইউতে ভর্তি প্রাজ্ঞ এই বিজেপির নেতার শারীরিক অবস্থার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বললেন। একইসাথে তিনি বর্ষীয়ান এই নেতার পরিবারের লোকজনের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী এদিন প্রায় আধ ঘন্টা সময় এইমসে ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের আগে অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা দেখতে এবং তাঁর সাথে সাক্ষাতে এইমসে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ-র মতো বিশিষ্ঠ নেতৃবর্গ। কিন্তু তাহলেও রাজনৈতিক মহলের মতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিল্লী সফরকালের শুরুতেই এইমসে যাওয়া নিঃসন্দেহেই বাড়তি মাত্রা যোগ করলো। উল্লেখ্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক হলেও একদা  বাজপেয়ী-আডবানীদের আমলে বিজেপির জোটসঙ্গীও ছিল তৃণমূল কংগ্রেস একথা অস্বীকার করা যায়না। এমনকি সেই সময়ে বেশ কয়েক বছর কেন্দ্রীয় রেল মন্ত্রীর পদের দায়িত্ব সামলেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্তী অটল বিহারী বাজপেয়ীর সাথে বরাবরই সুসম্পর্ক ছিলো মমতা বন্দ্যোপাধায়্যের। সেই সম্পর্কের খাতিরেই রাজনৈতিক সৌজন্য দেখালেন তৃণমূল নেত্রী । ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে নানা রাজনৈতিক জটিলতা তৈরী হয়েছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!