এখন পড়ছেন
হোম > রাজ্য > বনধে ভাংচুরের জের, পুলিশকে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বনধে ভাংচুরের জের, পুলিশকে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর


আজকের বনধ নিয়ে ভাংচুরের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী.তিনি জানান যে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে আমার প্রিয় দুই ছাত্রকে মেরে দিয়ে আবার আজ রাস্তায় বসেছে ,নোংরা রাজনীতি করছে।
আমরা বিধানসভায় একটা ল পাস করেছি তা হলো বনধে কোনো ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে বাঁধ যারা ডেকেছে তাদের কে। যেন পুলিশ

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অবিল্ববে তা চালু করে। কেননা একজন খুব কষ্ট করে বাড়ি গড় বানায় আর কয়েকজন এসে তা ভেঙে দেবে তা হয় না.একটা হাসপাতালে কত কষ্ট করে মেশিন লাগানো হয়,সে সেৰ ভাংচুর করে যাবে তা হবে না। পুলিশ যেন অবিলম্বে এর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!