এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন বিজেপি সাংসদ জোর চাঞ্চল্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন বিজেপি সাংসদ জোর চাঞ্চল্য


ক্ষমতায় আসার পর সংখ্যালঘু মুখ হিসেবে পরিচিত রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সারা রাজ্য জুড়ে তীব্র আলোড়ন পড়তে শুরু করে। কেন একজন সংখ্যালঘু মুখকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মন্দিরের প্রতিষ্ঠানের মাথায় বসিয়ে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা।

সমালোচক মহলের একাংশ বলেন, আসলে মুসলিম সমাজকে তোষণ করতেই তৃণমূল নেত্রীর এই সিদ্ধান্ত। এদিকে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের মাথায় ফিরহাদ হাকিমকে বসানো হলে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে। এমনকি মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত 48 ঘণ্টার মধ্যে ফিরিয়ে না নিলে তিনি কলকাতাতে আসবেন বলেও টুইটারে হুমকি দিতে দেখা যায় এই বিজেপি সাংসদকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে ফিরহাদ হাকিমকে বসানো নিয়ে কৈলাস বিজয়বর্গীয় এবং সায়ন্তন বসুরা বলেন, “যে ব্যক্তি মিনি পাকিস্তান বলে বন্দর এলাকাকে চিহ্নিত করেছেন, তাকেই তারকেশ্বর মন্দির বোর্ডের চেয়ারম্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্ত শুধু সাম্প্রদায়িক নয়, হিন্দুদের ভাবাবেগেও আঘাত করতে পারে।”

তবে এবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর সেই তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে সেখানে হুগলির বিদায়ী তৃণমূল সাংসদ রত্না দে নাগকে দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে অনেকেই বলতে শুরু করেছেন, আসলে এবারের নির্বাচনে হিন্দুভোট নিজেদের বাগে না আসাতেই কিছুটা চাপে পড়েছে তৃণমূল। আর তাইতো তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সংখ্যালঘু ফিরহাদ হাকিমকে সরিয়ে সেখানে রত্না দে নাগকে দায়িত্ব নিলেন তিনি।

সূত্রের খবর, এবার এই ঘটনাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম প্রশংসা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখেন। আমি যুক্তি প্রতিবাদ করেছিলাম বলেই হিন্দুদের স্বার্থেই বদল ঘটাবেন বলে তিনি আশ্বাস দিয়েছিলেন। আট মাস আগে কি কথা দিয়েছিলেন তা আমি তাকে মনে করাইনি। তবুও তারকেশ্বরে বদল ঘটিয়েছেন তিনি। আমি তাকে অভিনন্দন জানাই।”

সব মিলিয়ে 288 বছরের শিব মন্দির থাকা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের প্রধান পদে ফিরহাদ হাকিমের জায়গায় এবার হিন্দু মুখ হিসেবে পরিচিত রত্না দে নাগকে সেখানে বসানোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপি সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!