অগ্নিনির্বাপণ ও পরিবহন ব্যবস্থায় আরো উন্নতি সাধনের পথে মুখ্যমন্ত্রী রাজ্য December 19, 2017 ক্ষমতায় আসার পর থেকেই অগ্নিনির্বাপণ ও পরিবহন ব্যাবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই দিকেই আরো একটু অগ্রসর হয়ে রাজ্যের অগ্নিনির্বাপণ গাড়ি ও পাম্পসমুহের পাশাপাশি এদিন নতুন বাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।এদিন তিনি৫০টি ইউটিলিটি ভ্যান, ৩০টি মিড সাইজ ওয়াটার টেন্ডার,২০টি ওয়াটার টেন্ডার (মাউন্টেড পাম্প),১০টি ট্রেলার পাম্প,৬টি ওয়াটার ক্যারিয়ার ও ১টি মাল্টিপারপাস ফোম টেন্ডার এর উদ্বোধন করেন। আগেই ঘোষণা ক্রস হয়েছিল ২০১৭-১৮ সালে রাজ্য সরকার সিসিটিভি, জিপিএস এবং ‘প্যানিক বাটন’ ব্যবস্থা সম্বলিত যাত্রী নিরাপত্তামূলক যাত্রীবান্ধব ৪১১টি বাস কিনবে । তার মধ্যে ১৬৫টি বাস এসেছে সেগুলি উদ্বোধন করবেন তিনি। যতদূর জানা যাচ্ছে যে ৭৭টি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলবে এই বাসগুলি। আপনার মতামত জানান -